জঙ্গি তৎপরতার উপর র্যাবের গোয়েন্দাদের ‘নিবিড়’ নজরদারি রয়েছে।
Published : 16 Aug 2023, 11:36 PM
জঙ্গিবাদে জড়িয়ে পড়ে পরে ঘাপটি মেরে ছিলেন যারা, তারা এখন নতুন নামে দল গঠনে তৎপর হয়েছেন বলে দাবি করছে র্যাব।
সম্প্রতি দেশে নতুন দুটি জঙ্গি দলের খবর প্রকাশের প্রেক্ষাপটে বুধবার ঢাকার কারওয়ানবাজারে র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন বাহিনীর মুখপাত্র খন্দকার আল মঈন।
ভুয়া এক কাস্টমস কর্মকর্তাকে গ্রেপ্তার করা নিয়ে এই সংবাদ সম্মেলন হলেও ১৭ অগাস্টের আগে জঙ্গি দমন নিয়ে আলোচনা আসে।
বাংলাদেশে জঙ্গিরা সংঘবদ্ধ হয়ে জানান দিয়ে প্রথম হামলাটি করেছিল ২০০৫ সালের ১৭ অগাস্ট। দেশের ৬৩টি জেলায় এক যোগে সেই মামলা হয়।
তখন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, জাগ্রত মুসলিম জনতা ও হরকাতুল জিহাদ আল ইসলামী নামগুলো প্রকাশ্য হয়। দলগুলো নিষিদ্ধও করা হয়।
বিশ্বে জঙ্গিবাদের মোড় পরিবর্তনের মধ্যে এক দশক পর ২০১৬ সালে বাংলাদেশে হয় সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা। গুলশানের হলি আর্টিজান বেকারিতে সেই হামলায় ২২ জন নিহত জন, যার অধিকাংশই বিদেশি।
এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে মারা পড়েন শীর্ষ জঙ্গিনেতাদের অধিকাংশ। তারপর জঙ্গি তৎপরতা স্তিমিত হয়ে এলেও সম্প্রতি জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া ও ইমাম মাহমুদের কাফেলা নামে নতুন দুটি দল গঠিত হওয়ার খবর দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আল মঈন বলেন, “এই সময়টাতে আমরা দেখছি যে বিভিন্ন নামে অথবা নতুন নামে হয়তবা যারা আগে জঙ্গিবাদের উদ্বুদ্ধ ছিল, তারা দেশকে অস্থিতিশীল করতে বা বিভিন্নভাবে জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে বা সদস্য সংগ্রহের কাজে তাদের ‘অ্যাক্টিভ’ থাকার সম্ভবনা রয়েছে।”
জেএমবি কিংবা হরকাতুল জিহাদের নামে তৎপরতা এখন নেই বললেই চলে জানাচ্ছে র্যাব। গত বছর জেএমবির স্বঘোষিত আমির উজ্জ্বল মাস্টারকে ময়মনসিংহে ব্যাংক ডাকাতির সময় গ্রেপ্তার করার পর আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছিল, সংগঠনটি অর্থ ও নেতৃত্ব সংকটে রয়েছে।
র্যাব মুখপাত্র আল মঈন বলেন, “পুরাতন জঙ্গি সংগঠনগলোর মধ্যে যারা ‘অ্যাক্টিভলি’ কাজ করতে চান, তারা কিন্তু বিভিন্ন সময় একসাথে বসে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ায়’ যুক্ত হয়েছিল। যেখানে আমরা পেয়েছি এই সংগঠনটি আনসার আল ইসলাম থেকে অর্থায়নে কাজ শুরু করে। এই সংগঠনের আমিরসহ অনেককেই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।”
র্যাবের আবেদনে শারক্বীয়াসহ ৯টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে বলে জানান কমান্ডার মঈন।
জঙ্গি তৎপরতার উপর র্যাবের গোয়েন্দাদের নিবিড় নজরদারি রয়েছে বলে জানান তিনি।