ঘটনার পরদিন এ আসামিকে গ্রেপ্তার করে র্যাব।
Published : 04 Nov 2023, 09:33 PM
ছোটপর্দার অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তার বন্ধু জিয়াউদ্দিন ওরফে রুফিকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার এসআই নওশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ দিন আসামিকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন।
রুফির পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। দুই পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে জানান এসআই নওশের।
বৃহস্পতিবার ঢাকার উত্তরার নিজ বাসা থেকে হিমুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে জিয়াউদ্দিনের বিরুদ্ধে মামলা করেন হিমুর খালা নাহিদ আক্তার।
মামলার বিবরণ অনুযায়ী, মাস ছয়েক ধরে হিমুর বাসায় নিয়মিত যাতায়াত করতেন তার প্রেমিক জিয়াউদ্দিন ওরফে রুফি। বুধবার রুফির মোবাইল নম্বর ও ভিগো আইডি ব্লক দেন হিমু, তাতে দুজনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়।
পরদিন বিকাল ৩টার দিকে হিমুর বাসায় এসে জিয়া কলিংবেল চাপলে অভিনেত্রীর মেকআপ আর্টিস্ট মিহির দরজা খুলে দেন। বিকাল ৫টার দিকে মিহিরের রুমে গিয়ে জিয়া চিৎকার করে বলেন, ‘হিমু আত্মহত্যা করেছে’।
তখন মিহিরের প্রশ্নের জবাবে ঘটনার সময় বাথরুমে থাকার কথা জিয়া জানান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে এও বলা হয়, মিহির তখনই হিমুর কক্ষে প্রবেশ করে অভিনেত্রীকে গলায় রশি লাগানো অবস্থায় পান।
মায়ের কবরের পাশে সমাহিত হোমায়রা হিমু
হিমু ‘আত্মহত্যার হুমকি’ দিয়েছিলেন আগেও, দাবি জিয়ার
লক্ষ্মীপুরের পথে হিমুর নিথর দেহ
এরপর হিমুকে নামিয়ে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন জিয়া ও মিহির । সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে হিমুকে মৃত ঘোষণা করেন বলে এজাহারে বলা হয়েছে।
আসামি জিয়া তখন হিমুর ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে চলে যান উল্লেখ করে মামলার বাদী নাহিদ দাবি করেছেন, হিমু আসামির মোবাইল নম্বর ও ভিগো আইডি ব্লক দেওয়ায় মনোমালিন্য দেখা দেয়। এ নিয়ে আত্মহত্যার জন্য হিমুকে প্ররোচনা দিয়ে বাথরুমে প্রবেশ করেছিলেন জিয়া।
তবে র্যাবের জিজ্ঞাসাবাদে জিয়া বলেছেন, নানা বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি ও মনোমালিন্য থেকে হিমু এর আগে তিন থেকে চারবার আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। সবশেষ হুমকিকে গুরুত্ব দেননি তিনি।