তার দাদার বাড়ি চাঁদপুরে হলেও নানার বাড়ি লক্ষ্মীপুরে বেড়ে ওঠেন তিনি।
Published : 03 Nov 2023, 10:57 PM
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুকে লক্ষ্মীপুর শহরে তার মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে লামচরী জামে মসজিদের পাশের একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে রাত ৮টায় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আত্মীয়স্বজনের পাশাপাশি স্থানীয়রাও অংশ নেন।
শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের মসজিদে হিমুর জানাজা হয়। এরপর দুপুর আড়াইটার দিকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে হিমুকে বহনকারী গাড়ি লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৭টায় তার নানার বাড়ি লক্ষ্মীপুর শহরের লামচরী পুরাতন গোহাটা সংলগ্ন এলাকায় সেই গাড়ি পৌঁছে।
হিমুর মামা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরু বলেন, বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে মসজিদের কবরস্থানে হিমুকে দাফন করা হয়েছে।
“এটি তার নানার এলাকা। তার দাদার বাড়ি চাঁদপুরের মতলবে। তবে ছোটবেলা থেকে নানার বাড়িতেই থাকত সে।”
বৃহস্পতিবার ঢাকার উত্তরার নিজ বাসা থেকে হিমুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা হলে তার এক বন্ধুকে গ্রেপ্তার করেছে র্যাব।
হিমুর মামা কামরু জানান, হিমু তার মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। তার বাবা প্রকৌশলী সানাউল্লাহ মাস দুয়েক আগে মারা যান। এর আগে ২০২০ সালে কোভিড আক্রান্ত হয়ে হিমুর মা শামীম আরা চৌধুরী মারা যান।
“তবে হিমুর মায়ের সাথে তার বাবার সম্পর্ক ছিল না। হিমু যখন ছোট ছিল, তখন তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে।”
টিভি নাটকের নিয়মিত অভিনয় শিল্পী হোমায়রা হিমুকে সিনেমাতেও দেখা গেছে। মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু। এরপর কয়েকটি সিনেমায় কাজ করেছেন। তার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘তোরে কত ভালোবাসি’, যেটি পরিচালনা করেছেন দেওয়ান নাজমুল।
১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় এই অভিনেত্রীর জন্ম। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে নাট্য জগতে প্রবেশ করেছিলেন ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা হিমু।
হিমু ‘আত্মহত্যার হুমকি’ দিয়েছিলেন আগেও, দাবি জিয়ার
লক্ষ্মীপুরের পথে হিমুর নিথর দেহ