এনআইডি করতে ‘বিড়ম্বনা’র অবসান চায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী

সংসদে সংরক্ষিত আসনের তিনটি তৃতীয় লিঙ্গের জন্য বরাদ্দের প্রস্তাবও সিইসির কাছে দেওয়া স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2022, 04:02 PM
Updated : 30 Nov 2022, 04:02 PM

জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে ‘বিড়ম্বনা’র সমাধান চেয়েছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।

পাশাপাশি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে তিনটি সংরক্ষিত আসন বরাদ্দেরও দাবি জানিয়েছে তারা।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের কাছে এসব দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও করেছেন এ জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সদস্যরা।

প্রচলিত শব্দে ‘হিজড়া’ হিসেবে পরিচিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও ট্রান্সজেন্ডারদের জীবনমান উন্নয়নে কাজ করা ‘সুস্থ জীবন’ নামের একটি বেসরকারি কমিউনিটিভিত্তিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পার্বতী আহমেদ সাংবাদিকদের বলেন, “এনআইডি কার্ড করতে ও সংশোধন করতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। আমাদের অনেকেরই পুরুষ আইডি কার্ড আছে। এখন সেটা নিয়ে কোথাও গেলে সেটা একসেপ্ট করে না। কারণ আইডি কার্ড একরকম আর দেখতে আরেক রকম। অনেক হয়রানির শিকার হতে হয়।”

এসব দাবি পর্যালোচনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।

পার্বতী আহমেদ বলেন, “স্যাররা আমাদের বলেছেন কী করা যায় আমরা দেখব। দলগুলোর সঙ্গে এ ধরনের বৈঠক করতে বলেছেন। সংবিধান কী বলে এ রকম দিকগুলোই তারা দেখবেন।”

সিইসির সঙ্গে বৈঠকে সুস্থ জীবনের চেয়ারম্যান ছাড়াও সাধারণ সম্পাদক ববি হিজড়া ও কমিউনিটি লিয়াজোঁ অফিসার জোনাকী জোনাক উপস্থিত ছিলেন।

আরও খবর-

Also Read: ৩৬০ হিজড়াসহ ভোটার এখন প্রায় ১১ কোটি

Also Read: এবার হালনাগাদে প্রায় ১ কোটি নাগরিকের তথ্য সংগ্রহ