ফয়েজ আহমেদের ছেলে হাসানুল বান্না বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন বলে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ জানিয়েছেন
Published : 16 Jan 2025, 01:40 PM
এগার বছর আগে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ফয়েজ আহমদকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে।
ফয়েজ আহমেদের ছেলে হাসানুল বান্না বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন বলে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ জানিয়েছেন।
২০১৩ সালের ২৩ ডিসেম্বর গভীর রাতে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ফয়েজ আহমদকে শহরের উত্তর তেমুহনী এলাকায় নিজ বাসায় গুলি করে হত্যার অভিযোগ রয়েছে র্যাবের বিরুদ্ধে। হত্যার পর তাকে বাসার ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়।
স্বজনদের অভিযোগ, র্যাব পরিচয়ে ঢুকে ফয়েজকে গুলি করার পর বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে।
২০১৩ সালের ১৩ ডিসেম্বর ওই ঘটনার পর এ জামায়াত নেতার স্বজনরা হাসপাতালে সাংবাদিকদের বলেছিলেন, শহরের উত্তর বাজারে ফয়েজের বাড়িতে র্যাব পরিচয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাত সোয়া ১২টার দিকে দরজা ভেঙে ঢুকে। তাকে ধরে ছাদে নিয়ে মারধরের পর পা ও মাথায় গুলি চালিয়ে ছাদ থেকে নিচে ফেলে দেয়।
র্যাব সদস্যরাই লাশ সদর হাসপাতালে নিয়ে যান বলে দাবি ছিল স্বজনদের।
ওই সময়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, রাত ১টা ৪০ মিনিটের দিকে একটি গাড়ি আসে; সেখান থেকে মৃতদেহটি হাসপাতালে রেখে যাওয়া হয়। তার মাথা ও ডান পায়ের উরুতে আঘাতের চিহ্ন ছিল।
তবে ফয়েজের মৃত্যু কীভাবে হয়েছে তা ওই সময়ের সদর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন নিশ্চিত করতে পারেননি।
ট্রাইব্যুনালে এ পর্যন্ত অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে। এর মধ্যে অন্তত দুটি গুমের অভিযোগ রয়েছে।
অন্তর্বর্তী সরকারেরে গঠিত গুম-সংক্রান্ত তদন্ত কমিশন গত ১৫ ডিসেম্বর যে প্রতিবেদন দিয়েছে, সেখানে গত ১৫ বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় ‘নির্দেশদাতা’ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে।
এছাড়া গুমের মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জামায়াত নেতা নিহত