“আমাদের অনেক ভাই বোন আজ আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি। আমরা কি রক্ত দেখার জন্য দেশ ‘স্বাধীন’ করেছিলাম?”, বলেন এক সমন্বয়ক।
Published : 30 Oct 2024, 08:22 PM
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে সবাবেশ আরও মার খেয়ে হলেও দাবি আদায়ের ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।
সেখানে এই দাবি আদায়ে গঠন করা কমিটির সমন্বয়ক হারুন অর রশিদ বলেন, “আজ আমরা মার খেয়েছি, দরকার হলে আবার খাব। তারপরে ও আমাদের দাবি আদায় করেই ছাড়ব।”
দাবির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, “আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি তাদের অনার্স শেষ করতেই ২৬-২৭ বছর লেগে যায়। আমরা চাকরি পাব কীভাবে?”
সকালে রাজধানীর শাহবাগে জমায়েত হয়ে শিক্ষা ভবনের দিকে যাওয়ার সময় আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা করে পুলিশ। এ সময় তারা জলকামানও ব্যবহার করে।
পুলিশের রমনা বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, আন্দোলনকারীরা ‘সভা-সমাবেশ নিষিদ্ধ জায়গায়’ সমাবেশ করার চেষ্টা করায় জনদুর্ভোগের কথা বিবেচনায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
গত এক যুগ ধরে বিভিন্ন সময়ে এই বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি উঠলেও আওয়ামী লীগের আমলে তা আলোর মুখ দেখেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পরও এই দাবি নিয়ে আন্দোলন শুরু হলে, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে চাকরিবিধি পরিবর্তন করে বিসিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হচ্ছে। তাতে একজন প্রার্থী তিনবারের বেশি সরকারি চাকরির এ নিয়োগ পরীক্ষা দিতে পারবেন না।
সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’
রাজু ভাস্কর্যের এই বিক্ষোভে ‘চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চাই' আন্দোলনের সমন্বয়ক সাদ রহমান বলেন, “আমাদের অনেক ভাই বোন আজ আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি। আমরা কি রক্ত দেখার জন্য দেশ ‘স্বাধীন’ করেছিলাম?”
দিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “আমরা আজকে আমাদের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী শাহবাগে অবস্থান নিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের ওপর হঠাৎ চড়াও হয়। আমাদের শাহবাগ থেকে বের করে দেয়। এরপর আমরা শিক্ষা ভবনের সামনে গেলে আমাদের ওপর হামলা করে।”
আরও পড়ুন:
'৩৫' এর দাবিতে ফের বিক্ষোভ, ছত্রভঙ্গে জলকামান
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ল ২ বছর