” আজকে যৌক্তিক দাবিতে সমাবেশ করতে পুলিশের বাধা পেয়েছি।“
Published : 30 Oct 2024, 04:40 PM
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবি নিয়ে ফের বিক্ষোভ দেখিয়েছেন আন্দোলনকারীরা।
এ সময় আন্দোলরতদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ লাঠিচার্জসহ জলকামান ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’র ব্যনারে আন্দোলনে নামা শিক্ষার্থীরা ।
বুধবার রাজধানীর শিক্ষা ভবনের সামনে এই ঘটনা ঘটেছে।
পুলিশের রমনা বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, আন্দোলনকারীরা ‘সভা-সমাবেশ নিষিদ্ধ জায়গায়’ সমাবেশ করার চেষ্টা করায় জনদুর্ভোগের কথা বিবেচনায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
শাহবাগে বুধবার সকালে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন। এরপর বেলা ১১টার দিকে বিক্ষোভ সমাবেশ শুরু করেন তারা। ওই একই সময়ে এদিক জাদুঘরের সামনে যুবদলের একটি সমাবেশের জন্য কর্মীরা প্রস্তুতি নিচ্ছিলেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, শাহবাগ থানা থেকে তাদের বলা হয়, সেখানে আরেকটি সমাবেশ হবে। তাই বিশৃঙ্খলা এবং জনভোগান্তির কথা বিবেচনায় তারা যেন টিএসসির দিকে সরে যায়।
এ সময় আন্দোলনকারীরা, ‘এই বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, 'অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, দিয়েছিতো রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, স্লোগান দেন।
আন্দোলনকারীরা বলেছেন, তারা শাহবাগ থানা থেকে সমাবেশের অনুমতি নিয়েছেন।
আর থানার এক পুলিশ সদস্য বলেন, “তারা আবেদন করেছেন কিন্তু অনুমতি দেওয়া হয়নি।”
এরপর আন্দোলনকারীরা শাহবাগ থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে তাদের ওপর জলকামান ব্যবহারের অভিযোগ ওঠে।
আন্দোলনের অন্যতম মুখপাত্র রোমান সানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আজকে আমাদের যৌক্তিক দাবিতে সমাবেশ করতে পুলিশের বাধা পেয়েছি। আমরা শাহবাগ থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে গেলে আমাদের উপর পুলিশ পানি বর্ষণ করেছে।”
পুলিশ কর্মকর্তা মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা আমাদের কথা শুনে শাহবাগ থেকে চলেও যান। কিন্তু শহীদ মিনারের দিকে না গিয়ে মাইকে হঠাৎ করে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে সেদিকে যেতে থাকে। পরে তাদের শিক্ষা ভবনের সামনে বাধা দেওয়া হয়।”
তিনি বলেছেন সচিবালয়সহ আশেপাশের এলাকা গুরুত্বপূর্ণ হওয়ায় ডিএমপি ওই এলাকা সভা-সমাবেশের জন্য নিষিদ্ধ করেছে।
“আন্দোলনকারীদের এই ব্যাপারটি জানানো হলেও তারা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।"
পরে আন্দোলকারীরা শহীদ মিনারের দিকে চলে যান বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
গত এক যুগ ধরে বিভিন্ন সময়ে এই বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি উঠলেও আওয়ামী লীগের আমলে তা আলোর মুখ দেখেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পরও এই দাবি নিয়ে আন্দোলন শুরু হলে, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সেই সঙ্গে চাকরিবিধি পরিবর্তন করে বিসিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হচ্ছে। তাতে একজন প্রার্থী তিনবারের বেশি সরকারি চাকরির এ নিয়োগ পরীক্ষা দিতে পারবেন না।
সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’।