দীর্ঘদিন ধরে তিনি কর্মস্থলে গরহাজির রয়েছেন।
Published : 22 Dec 2024, 01:10 PM
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজের বাড়ির অদূরে গুলিবিদ্ধ হয়েছেন কুমিল্লার চান্দিনা থানার কনস্টেবল রুহুল আমিন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে গজারিয়ার আদারমানিক অটোস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন।
রুহুল আমিন মুন্সীগঞ্জের গজারিয়া থানার আদারমানিক গ্রামের আবুল হকের ছেলে। তার এক কন্যা সন্তান রয়েছে।
রুহুলের স্ত্রী সুমি আক্তার বলেন, বাড়ির কাছের অটোস্ট্যান্ড থেকে রাতে বাসায় ফেরার পথে অচেনা ব্যক্তিরা রহুল আমিনের বাম হাতে দুটি এবং ঘাড়ে একটি গুলি করে পালিয়ে যায়।
“পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি।"
রাত আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি বলেন, “৩৮ বছর বয়সী কনস্টেবল রুহুল আমিন বাম হাতে ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে।"
ঘটনার বিষয়ে গজারিয়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন, জায়গা-জমি নিয়ে কনস্টেবল রুহুল আমিনের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে।
“এসব নিয়ে আগে মারামারি হয়েছে মামলাও হয়েছে।"
প্রতিপক্ষের শটগানের গুলিতে রুহুল আহত হন বলে জানান ওসি আমিনুল।
জানতে চাইলে চান্দিনা থানার ওসি নাজমুল হুদা বলেন, “কনস্টেবল রুহুল আমিন ৩০ এপ্রিল থেকে কর্মস্থলে গরহাজির। তিনি ছুটিতে নেই, ছুটি হলে কয়দিন ছুটি হয়?"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কর্মস্থলে উপস্থিত হওয়ার পরে বরখাস্তের বিষয় আসবে। আপাতত তিনি কর্মস্থলে গরহাজির রয়েছেন।"