“কালবৈশাখী ঝড় থেকে একটা বৃষ্টি হয়, এটা সেরকম বৃষ্টি,” বলেন আবহাওয়াবিদ শাহীনুল।
Published : 11 Apr 2025, 09:48 PM
চৈত্রের শেষভাগে শুক্রবার রাজধানীতে দিনের বেলায় সূর্য উত্তাপ ছড়ালেও তা প্রশমিত হল সন্ধ্যার পর এক পশলা বৃষ্টিতে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, মার্চ-এপ্রিল-মে মাসে কালবৈশাখী ঝড় থেকে একটা বৃষ্টি হয়, এটা সেরকম বৃষ্টি। অনেক সময় ঝড় থাকে না, শুধু বৃষ্টি হয়।
“কখনও বজ্রপাত থাকে না, আবার অনেক সময় শিলাবৃষ্টি থাকে না। অনেকগুলো ক্যারেক্টার আছে, বৃষ্টি হওয়ার জন্য যেকোনো কয়েকটা উপস্থিত থাকতে পারে, অনুপস্থিতও থাকতে পারে।”
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতে দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনে ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সন্দ্বীপে ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
সোমবার বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটিও গুরুত্ব হারিয়েছে বলে অধিদপ্তরের শুক্রবারের বুলেটিনে বলা হয়েছে।
অধিদপ্তর বলেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরও পড়ুন-