Published : 30 Apr 2025, 05:31 PM
‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার সিলেট-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি সাংবাদিকদের বলেন, ৯০ লাখ ৬৭ হাজার ৪৯৫ টাকার ‘অবৈধ’ সম্পদ ও পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি ৪ লাখ ১৩ হাজার ৪৮৪ টাকার ‘অস্বাভাবিক’ লেনদেনের অভিযোগে ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ক্ষমতার পট পরিবর্তনের পর গত ২১ অক্টোবর ইমরান আহমেদকে বনানী থেকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
সিলেট-৪ আসনের পাঁচবার সংসদ সদস্য হয়েছেন ইমরান আহমদ। ২০১৮ সালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর তাকে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হন।
গত ৩ সেপ্টেম্বর ইমরান আহমেদের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় মানবপাচার আইনে মামলাটি করেন আফিয়া ওভারসিজের স্বত্বাধিকারী আলতাব খান। মামলায় সাবেক তিনি ১০৩ জন আসামি, যাদের বিরুদ্ধে ২৪ হাজার কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ আনা হয়েছে।
পুরনো খবর: