দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।
Published : 09 Mar 2025, 08:56 PM
আরও দুটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এই সিদ্ধান্ত ২ মার্চ থেকে কার্যকর ধরা হবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে।
প্রচলিত বিধি-বিধানের আলোকে ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন মোট সরকারি স্কুলের সংখ্যা ৬৮০টি। নতুন দুটি স্কুল যোগ হওয়ায় সেই সংখ্যা ৬৮২টি হল।