পরিবর্তিত পরিস্থিতিতে এখন এ দুই নিবন্ধন সনদ দেওয়া হবে করপোরেশনের আঞ্চলিক অফিস থেকে।
Published : 09 Oct 2024, 07:55 PM
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আবার শুরু হয়েছে।
বুধবার এ সিটির সবগুলো ওয়ার্ডের জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ সরবরাহের দায়িত্ব এ কাজের জন্য নির্ধারিত কর্মকর্তাদের দেওয়া হয়েছে।
এ তথ্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএনসিসির ১ থেকে ৩৬ নম্বর ওয়ার্ড পর্যন্ত কাউন্সিলরের কার্যালয় থেকে এবং ৩৭ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড পর্যন্ত সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হত৷
পরিবর্তিত পরিস্থিতিতে এখন জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দেওয়া হবে করপোরেশনের আঞ্চলিক অফিস থেকে। তবে সনদ নিতে আগ্রহীরা নিজ এলাকার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে গিয়ে আবেদন জমা দিয়ে আসবেন।
গত ৫ অগাস্ট ছাত্র-জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সেসময় ঢাকাসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশন, পৌরসভার মেয়র এবং কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। তাদের বেশির ভাগই ছিলেন আওয়ামী লীগের প্রার্থী বা ক্ষমতাসীন দলটির সমর্থিত। তাদের অনেকে এখনও ফেরেননি।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা জন্ম ও মৃত্যু সনদ দেন, এ কারণে ওয়ার্ড কাউন্সিলররা না থাকায় এই নাগরিক সেবা পেতে মানুষের ভোগান্তি হচ্ছিল।
গত ২৬ সেপ্টেম্বর দেশের সব কাউন্সিলরকে তাদের পদ থেকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ। জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ কয়েকটি সনদ দেওয়ার দায়িত্ব পান সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।
ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য ওই ওয়েবসাইটে গিয়ে এ লিংকের মাধ্যমে http://bdris.gov.bd/br/application আবেদন করতে হবে।
এছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
আঞ্চলিক কর্মকর্তাদের যোগাযোগের নম্বর
আরও পড়ুন
জন্ম ও মৃত্যু নিবন্ধনে নতুন নির্দেশনা