যেসব সিটিতে মেয়র উপস্থিত নেই, সেখানে প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবং উপজেলার ক্ষেত্রে ইউএনওকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।
Published : 15 Aug 2024, 06:14 PM
ক্ষমতার পালাবদলের মধ্যে বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গা ঢাকা দেওয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার।
এখন থেকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এই দায়িত্ব পালন করবেন বলে বুধবার স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে জানানো হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত ৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পরপরই দেশের বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বড় অংশই আত্মগোপনে গেছেন। তাতে নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ পরিস্থিতিতে স্থানীয় সরকার বিভাগ তিনটি নির্দেশনা দিয়েছে-
• অনুপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসব কর্মকর্তারা নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।
• কর্মস্থলে অনুপস্থিত পৌর মেয়রদের পরিবর্তে ওই জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) প্রয়োজন অনুযায়ী কয়েকজন কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন।
• কর্মস্থলে অনুপস্থিত সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) প্রয়োজন অনুযায়ী দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন।
বুধবারই পৃথকে আদেশে সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ পরিচালনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব সিটিতে মেয়র উপস্থিত নেই, সেখানে প্রধান নির্বাহী কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। একইভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তারা পেয়েছেন উপজেলা পরিষদ পরিচালনার আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা।