সরকারি অফিস চলবে ৯টা-৫টা এবং ব্যাংকে লেনদেন ১০টা-৪টা।
Published : 18 Jun 2024, 08:50 PM
কোরবানি ঈদের ছুটি শেষে বদলে যাচ্ছে সরকারি অফিসের সূচি; বুধবার থেকে প্রায় দুই বছর আগের মত সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলবে অফিস।
সরকারি অফিসের সঙ্গে মিল রেখে এদিন থেকে ব্যাংকে লেনদেনের সময়ও বদলাচ্ছে। লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে ৬টা পর্যন্ত।
কোরবানির ঈদ পালিত হয়েছে সোমবার। ঈদের তিন দিনের ছুটি শেষ হচ্ছে মঙ্গলবার। এর সঙ্গে দুই দিন সাপ্তাহিক ছুটিসহ পাঁচ দিনের ছুটি কাটিয়ে নগরবাসীদের অনেকে ফিরতে শুরু করেছেন।
ছুটি শেষে বুধবার থেকে খুলছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
ঈদের আগেই সরকার ঘোষণা দিয়েছিল অফিস সূচি বদলের। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসসূচি আগের সময়ে ফিরিয়ে আনার সিদ্ধান্ত জানানো হয়।
গত ৩ জুন মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত তুলে ধরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, “এতদিন ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস ছিল। ঈদের ছুটির পর থেকে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস চলবে। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। শুক্র-শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।”
আগে সরকারি কর্মীরা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস করতেন। জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয় করতে ২০২২ সালের ২৪ অগাস্ট থেকে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দেয় সরকার।
ব্যাংক লেনদেনও পরিবর্তিত সময়ে
নতুন অফিস সূচির সঙ্গে মিল রেখে বুধবার থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। দাপ্তরিক কাজের জন্য ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
এখন ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং অফিস চলে বিকেল ৫টা পর্যন্ত।
আরও পড়ুন:
৯টা-৫টা সূচিতে ফিরল সরকারি অফিস