আগামী ৬, ৯, ১০ ও ১১ মার্চ তাদেরকে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
Published : 23 Feb 2025, 10:54 PM
অর্থপাচারের অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল মান্নানসহ ২৮ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাদের ডেকে পাঠানোর তথ্য সংবাদমাধ্যমে দিয়েছেন দুদকের উপপরিচালক আবু সাঈদ।
আগামী ৬, ৯, ১০ ও ১১ মার্চ তাদেরকে দুদকে হাজির হতে চিঠি দেওয়া হয়েছে।
সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও সাইপ্রাসসহ বিভিন্ন দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
২৮ জনকে তলব করা হয়েছে এস আলম সুপার এডিবল ওয়েল লিমিটেডের অনুকূলে ৮৫০ কোটি টাকা, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডকে ৫০০ কোটি টাকা এবং এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজকে ৪০০ কোটি টাকা ঋণ দেওয়ার বিষয়ে কথা বলতে।
জিজ্ঞাসাবাদের সময় সবাইকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও টিআইএনসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে বলেছে দুদক।
৬ মার্চ তলব করা হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন খান, সাবেক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহন মিয়া, সাবেক ইভিপি আমিরুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য মোহাম্মদ শহীদ উল্লাহ, চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার সাবেক প্রধান মোহাম্মদ কাইসার আলী, সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মিজানুর রহমান ও সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা সোহরাব হোসেন।
৯ মার্চ যাদের তলব করা হয়েছে সাবেক কোম্পানি সেক্রেটারি আবু রেজা মো. ইয়াহিয়া, ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য মোহাম্মদ আলী, মো. শফিকুর রহমান, মো. নাজিবুর রহমান, মো. শামসুজ্জামান, আব্দুস সাদেক ভূঁইয়া ও রাফি আহমেদ বেগকে।
১০ মার্চ জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য মাহবুব-উল-আলম ও হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংকের জিএম ইস্কান্দার মিয়া, পরিচালনা পর্ষদের সাবেক স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন, হুমায়ুন বখতিয়ার ও মো. আব্দুস সালামকে।
আগামী ১১ মার্চ তলব করা হয়েছে পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক এ.এইচ.জি মহিউদ্দিন, আবুল হোসেন, ইস্কান্দার আলী খান, সাবেক ভাইস চেয়ারম্যান এনআরএম বোরহান উদ্দিন, সাবেক চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার, শরিয়াহ সুপারভাইজারি কমিটির সাবেক মেম্বার সেক্রেটারি আবু বকর রফিক ও সাবেক ডিএমডি মোহাম্মদ আবুল বাশার।
অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম ও এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলমকে তলব করা হয়েছে। তাদেরকে ৫ মার্চ দুদকে হাজির হতে হবে।
এর আগে এই অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ইসলামী ব্যাংক সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
২০১৭ সালে মোহাম্মদ সাইফুল আলমের মালিকানাধীন চট্টগ্রামভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়।
পরে সাইফুল আলমের ছেলে আহসানুল আলমকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ঋণের নামে ব্যাংক থেকে ১ লাখ ৭৫ হাজার কোটি টাকা বিতরণ করা হয়, যার বেশির ভাগই ঋণ হিসেবে নিয়েছে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি বলে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে।
৫ অগাস্ট ক্ষমতার পালাবদলে পর এস আলম গ্রুপের অর্থ কেলেঙ্কারির অভিযোগে দুদকের অনুসন্ধানে গতি পায়।
এরই মধ্যে ইসলামী ব্যাংকের অর্থ কেলেঙ্কারির ঘটনায় এস আলমের ছেলে ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমকে আসামি করে তিনটি মামলা করা হয়েছে।