সামরিক বাহিনীর অনুসন্ধানী দলই বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ পায়।
Published : 24 Jan 2024, 11:14 AM
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় বিধ্বস্ত হওয়া এফ-৩৫বি লাইটনিং টু জঙ্গি বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে এক দিন পর।
রোববার বিকালে জঙ্গি বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় পাইলট জরুরি ব্যবস্থা ব্যবহার করে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের খোঁজে জনসাধারণের সাহায্য চায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
একদিন পর সামরিক বাহিনীর অনুসন্ধানী দলই বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ পায়। এ বিষয়ে সহায়তার জন্য স্থানীয় বাসিন্দা, কাউন্টি কর্তৃপক্ষ ও অঙ্গরাজ্যের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
লকহিড মার্টিন কোম্পানির তৈরি এই অত্যাধুনিক জঙ্গি বিমানটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, রেডার দিয়ে একে শনাক্ত করা প্রায় অসম্ভব। অত্যাধুনিক সেন্সর এবং ইলেকট্রনিক গিয়ার সম্বলিত এ ধরনের জঙ্গি বিমানের দাম ১৬ কোটি ডলারের বেশি। সংবাদ সূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)