মাত্র এক দিনে দাবানল সাড়ে চার হাজার হেক্টর ভূমি গ্রাস করেছে।
Published : 16 Jul 2023, 07:40 PM
ক্যানারি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় সেখানকার বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করা হয়েছে।
জরুরি উদ্ধারকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনতে দিনরাত এক করে কাজ করছেন।
বিবিসি জানায়, শনিবার ভোরের দিকে শুরু হওয়া ওই দাবানল এরইমধ্যে সাড়ে চার হাজার হেক্টর ভূমি গ্রাস করেছে। অন্তত একডজন বাড়ি-ঘর দাবানলে পুড়ে গেছে।
বিভিন্ন সংস্থার প্রায় চারশ’ কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। সেখান থেকে প্রায় চার হাজার ২৫৫ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু অনেকে এখনো ঝুঁকি মাথায় নিয়ে সেখানে রয়ে গেছেন। তারা নিজ নিজ বাড়ি ছাড়তে রাজি হচ্ছেন না বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
লা পালমা দ্বীপে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনে যাচ্ছে। দুই বছরও হয়নি সেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে হাজার হাজার বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।
ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিজো বলেন, ‘‘স্থানীয়রা বাড়িঘরে ছেড়ে যেতে চাইছিল না। বাধা দিচ্ছিল। কিন্তু আগে তো জীবন রক্ষা করতে হবে।
‘‘আমাদের কাছে আগে মানুষ, তারপর বাড়িঘর এবং বাকি সব কিছু।”
বাতাস এবং চলমান আবহাওয়ার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও জানান তিনি। বলেন, ‘‘এখানে বেশ কয়েকদিন ধরেই তাপদাহ চলছে।”
আগুন নিয়ন্ত্রণের কাজে একটি সিপ্লেন ব্যবহার করা হচ্ছে। রোববার আরো একটি সিপ্লেনের যোগ দেওয়ার কথা রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।
স্পেনের সেনাবাহিনী থেকে তাদের প্রায় ১৫০ ফায়ারফাইটারকে লা পালমায় পাঠানো হয়েছে। সামনে আরো দল যাবে বলেও ধারণা করা হচ্ছে। রেড ক্রস থেকেও উদ্ধার কাজে সহায়তা করা হচ্ছে।