গাজায় ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়ে আমিরাতের আনা খসড়া প্রস্তাবনার ওপর ভোট দিতে চলেছে নিরাপত্তা পরিষদ।
Published : 08 Dec 2023, 10:01 PM
গাজায় ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আনা একটি খসড়া প্রস্তাবনা নিয়ে ভোটাভুটির পথে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ প্রয়োগের বিরল পদক্ষেপ নেওয়ার পর এই উদ্যোগ এল। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি আহ্বান করা হবে কিনা ভোট হবে সে প্রশ্নে।
৯৯ অনুচ্ছেদের আওতায় জাতিসংঘ মহাসচিব এমন যে কোনও বিষয় নিরাপত্তা পরিষদের নজরে আনতে পারেন, যেটিকে তিনি ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য হুমকি হতে পারে’ বলে মনে করেন।
শুক্রবার গুতেরেস বলেছেন, গত ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জবাবে ইসরায়েলের ঢালাওভাবে ফিলিস্তিনিদের সাজা দেওয়ার কোনও যৌক্তিকতা নেই এবং মানবিক আইন ভঙ্গ করে ইসরায়েল ক্ষমাও পেতে পারে না।
তিনি বলেন, গাজার মানুষদেরকে পিনবলের মতো সরে যেতে বলা হচ্ছে। বেঁচে থাকার কোনও মৌলিক চাহিদা পূরণ হওয়া ছাড়াই তাদেরকে এখানে ওখানে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে হচ্ছে। কিন্তু গাজার কোনও জায়গাই নিরাপদ নেই।
গাজার পরিবারগুলো সবকিছুই হারিয়েছে। তারা খালি কংক্রিটের ওপর শুয়ে থাকছে। খাদ্য সংকট দেখা দিয়েছে। বেশির ভাগ মানুষই অনাহারে আছে বলে উল্লেখ করেন গুতেরেস।
তিনি আরও বলেন, মানবিক বিপর্যয় গাজার মানুষকে গ্রাস করেছে। গাজা পরিস্থিতি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এ পরিস্থিতি থেকে বাঁচতে মিশরে বাস্তুচ্যুত মানুষের চাপ বেড়ে যাওয়ার ব্যাপারেও সতর্ক করে দিয়ে গুতেরেস বলেন, গাজার যুদ্ধ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি ঝুঁকি।
গাজার দক্ষিণের নগরী খান ইউনিসে লড়াই চলছে। গাজায় যুদ্ধের শুরুর সময় ইসরায়েল উত্তরের লোকজনকে এই নগরীতেই সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এখন সেখানেও লড়াই ছড়িয়ে পড়েছে।
ওদিকে উত্তর গাজায়ও লড়াই থেমে নেই। সেখানকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের ট্যাংক থেকে গোলা হামলা চলছে বলে বিবিসি-কে জানিয়েছেন স্থানীয় এক সাংবাদিক।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গাজা যুদ্ধে অধিবাসীদের সুরক্ষায় ইসরায়েলকে আরও বেশিকিছু করার আহ্বান জানিয়েছেন। তবে গাজায় আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানোর বিরোধিতা বরাবরই করে আসছে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি আহ্বানের প্রস্তাবে যুক্তরাষ্ট্র বিপক্ষেই ভোট দেবে বলে মনে করা হচ্ছে। এই ভোট হওয়ার আগে শুক্রবার প্রস্তাবনাটি নিয়ে আলোচনা চলছে।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরডান দৃঢ়ভাবে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
জাতিসংঘে তিনি বলেন, “যুদ্ধবিরতি হলে গাজায় হামাসের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত হবে। হামাসের ইচ্ছাকৃতভাবে ঘটানো নৃশংস হামলার জন্য তাদেরকে ক্ষমা করে দেওয়ারই বার্তা দেওয়া হবে যুদ্ধবিরতির মাধ্যমে।”