পদত্যাগ করছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন

বরাবরই স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে কাজ করে গেছেন এই নেতা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2023, 12:36 PM
Updated : 15 Feb 2023, 12:36 PM

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে নিশ্চিত করেছেন নিকোলা স্টার্জন। দীর্ঘ আট বছর তিনি এ দায়িত্ব পালন করেছেন।

স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) এই নেতা বলেন, আমি আমার ‘মাথা এবং হৃদয় দিয়ে’ বুঝতে পেরেছি, সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়।

এডিনবরায় এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত ঘোষণা করেন বলে জানায় বিবিসি।

তবে তিনি এখনই পদত্যাগ করছেন না। তার একজন উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বপালন করে যাবেন।

স্টকল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের দায়িত্ব পাওয়া প্রথম নারী নিকোলা স্টার্জন এ পদে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আছেন।

স্কটিশ ন্যাশনাল পার্টির সাবেক এমপি স্টেফেন গেথিন্স বলেন, স্টার্জনের পদত্যাগের ঘোষণায় তিনি ‘খুবই বিস্মিত এবং হতাশ’।

তিনি বলেন, ‘‘নিকোলা স্টার্জন এমন একজন নেতা যিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। এটা খুবই কঠিন কাজ। এ দায়িত্ব পালন করতে গিয়ে অত্যন্ত চাপে থাকতে হয়।”

২০১৪ সালে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হন স্টার্জন। ১৯৯৯ ‍সাল থেকে স্কটিশ পার্লামেন্টের সদস্য স্টার্জন ২০০৪ সালে তার দল এনএসপি-র উপ প্রধান হন।

স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া স্টার্জন তার প্রথম মেয়াদে এ নিয়ে কাজও করেছেন। যদিও স্বাধীনতার প্রশ্নে সর্বশেষ গণভোটের ফল তার বিপক্ষে গেছে।