গাজার শিফা হাসপাতালে বিদেশি জিম্মিদের আটকে রাখা হয়েছে: ইসরায়েল

হাসপাতালটিতে হামাসের গোপন আস্তানা আছে, এমন অভিযোগ তুলে গত সপ্তাহে আল শিফায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 09:16 AM
Updated : 20 Nov 2023, 09:16 AM

ফিলিস্তিনি ভূখণ্ড গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফায় বন্দি এক ইসরায়েলি সেনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং দুইজন বিদেশিকে জিম্মি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল।

হাসপাতালটিতে হামাসের গোপন আস্তানা আছে, এমন অভিযোগ তুলে গত সপ্তাহে আল শিফায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। এরপর থেকে হাসপাতালটি রোগী ও কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে।

গাজায় ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এক সময় তাদের হামলার বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি শিফা হাসপাতালে আশ্রয় নিয়েছিল।

৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে প্রাণঘাতী হামলা চালানোর পর প্রায় ২৪০ জনকে বন্দি করে গাজায় এনে জিম্মি করে রেখেছে। এসব জিম্মির খোঁজে গাজায় ব্যাপক অনুসন্ধান অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এসব জিম্মির মধ্যে ছিলেন ইসরায়েলের সেনাবাহিনীর বাধ্যতামূলক সৈন্য ১৯ বছর বয়সী নোয়া মার্সিয়ানো। গত সপ্তাহে শিফা হাসপাতালের কাছ থেকে এই সেনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে।

হামাস জানিয়েছে, তিনি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। নিজেদের দাবির পক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে তারা, সেখানে তার মৃতদেহ দেখা গেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে ওই বিমান হামলায় নোয়া আঘাত পেলেও তা প্রাণসংহারি ছিল না।

বাহিনীটির শীর্ষ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, “গোয়েন্দা তথ্য অনুযায়ী, নির্ভুল গোয়েন্দা তথ্য অনুযায়ী, হামাসের সন্ত্রাসীরা নোয়াকে শিফা হাসপাতালের দেয়ালের ভেতর নিয়ে যায়, সেখানে তাকে হত্যা করে।”

তবে হাগারি আর বিস্তারিত কিছু বলেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

টেলিভিশনে সম্প্রচারিত ব্রিফিংয়ে হাগারি জানান, হামাসের যোদ্ধারা ইসরায়েল থেকে যাদের ধরে নিয়ে গেছে তাদের মধ্যে এক নেপালি ও এক থাই শ্রমিক আছেন, তাদের শিফায় বন্দি করে রাখা হয়েছে।

এই দুই বিদেশি জিম্মির নাম প্রকাশ করেননি তিনি।

হাগারি সিসিটিভির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন। তাতে একদল পুরুষকে এক ব্যক্তিকে ধরে জোর করে হাসপাতালের ভেতরে নিয়ে যেতে দেখা গেছে। ওই সময় সেখানে থাকা হাসপাতালের কর্মীরা বিস্মিত হয়ে তাকিয়ে ছিলেন। আরেকটি ক্লিপে হাসপাতালের ট্রলিতে আহত এক ব্যক্তিকে দেখা গেছে। এখানে বেসামরিক পোশাক পরা আরেক ব্যক্তিকে অ্যাসাল্ট রাইফেল হাতে দেখা গেছে।

হাগারির বিবৃতির প্রতিক্রিয়ায় হামাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে গাজা শাসনকারী ফিলিস্তিনি এই রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীটি জানিয়েছিল, চিকিৎসার জন্য তারা কিছু জিম্মিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল।

আরও পড়ুন:

Also Read: আল-শিফা হাসপাতালের নিচে সুরক্ষিত সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করল ইসরায়েল

Also Read: জিম্মি মুক্তি চুক্তি না হওয়ার খবরের পর উত্তর গাজায় তীব্র লড়াই

Also Read: পশ্চিম তীরের হামলাকারীদের বিরুদ্ধে ভিসা নিষেজ্ঞার হুঁশিয়ারি বাইডেনের

Also Read: আল-শিফা হাসপাতাল ‘ডেড জোনে’ পরিণত: ডব্লিউএইচও