শনিবার রাত থেকেই জর্ডান সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
Published : 14 Apr 2024, 12:13 PM
জর্ডানের আকাশসীমা দিয়ে ইরানের পাঠানো যেসব ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছিল সেগুলোকে বাধা দেওয়া এবং গুলি করে ভূপাতিত করেছে দেশটির বিমানবাহিনী।
আঞ্চলিক দুই নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বলেন, জর্ডান উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তাদের রাডার সিস্টেম ইরাক ও সিরিয়া থেকে কোনো ড্রোন আসছে কিনা তার ওপর নজর রাখছে।
জর্ডানের উত্তরের সিরিয়া সীমান্তবর্তী নগরগুলোর বাসিন্দারা আকাশে ভারী বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছেন। মধ্য ও দক্ষিণাঞ্চলের বাসিন্দারাও একই ধরনের শব্দ পাওয়ার কথা বলেছেন।
রাজধানী আম্মানের দক্ষিণপ্রান্ত থেকে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত হতে দেখা গেছে। জেরুজালেম থেকে আম্মানের দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার।
একটি বড় ড্রোনের ধ্বংসাবশেষ নগরীর বাণিজ্যিক এলাকা মার্জ আল হাম্মামে পড়েছে।
এর আগে শনিবার রাত থেকেই জর্ডান সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। কর্মকর্তারা রয়টার্সকে বলেছিলেন, ইরান থেকে হামলা হতে পারে আশঙ্কা তারা সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে।
এ বিষয়ে জর্ডান সরকারের মুখপাত্র মুহান্নাদ মুবাইদ্বীন বলেন, “আশপাশের নিরাপত্তা পরিস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।”
তবে গণমাধ্যমে দেশটিতে জরুরি পরিস্থিতি ঘোষণার যে খবর প্রকাশ করা হয়েছে তা তিনি অস্বীকার করেন। বলেন, নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার মত কোনো কারণ নেই।
তবে জর্ডান সরকার যতই নাগরিকদের উদ্বিগ্ন না হতে বলুক; অবস্থানগত কারণে দেশটির নাগরিকরা উদ্বিগ্ন হতেই পারেন। জর্ডানের দুই প্রতিবেশী সিরিয়া ও ইরাক। যে দুই দেশে ইরানের প্রক্সি বাহিনীগুলো দারুণ সক্রিয়। জর্ডানের পাশেই ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর।
গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যে লড়াই চলছে তাতেও উভয় পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে যাওয়ার শঙ্কা রয়েছে জর্ডানের মাথার উপর।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত বছর শেষ দিয়ে আম্মান যুক্তরাষ্ট্রের কাছে তাদের সীমান্তে সুরক্ষার জন্য প্যাট্রিয়ট আকাশ সুরক্ষা ব্যবস্থা মোতায়েন করার অনুরোধ করেছিল। ওই অঞ্চলে ওয়াশিংটনের বড় মিত্র জর্ডান। দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। যেগুলোতে কয়েকশ মার্কিন সেনা অবস্থান করে এবং বছরজুড়ে সামরিক মহড়া চালায়।
এ বছর জানুয়ারিতে সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনীর উপর ইরান সমর্থিত জঙ্গিদের ড্রোন হামলায় তিন সেনা নিহত এবং এক ডজনের বেশি সেনা আহত হয়।
গত বছর অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সেটিই ছিল ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা অবস্থানের উপর সবচেয়ে প্রাণঘাতী হামলা।