ইসরায়েলি সেনাদের সঙ্গে অন্তত ২২টি স্থানে হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই চলার খবর মিলিছে।
Published : 08 Oct 2023, 11:09 AM
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আকস্মিক হামলার পর গাজায় ইসরায়েলের চালানো পাল্টা আক্রমণের তীব্রতা আরো বাড়ার আভাস পাওয়া গেছে।
ইসরায়েলি সেনাদের সঙ্গে অন্তত ২২টি স্থানে হামাস যোদ্ধাদের লড়াই খবর দিয়েছে এনডিটিভি।
বিক্ষুব্ধ এমন পরিস্থিতিতে ইহুদী রাষ্ট্রটির প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত সাঁড়াশি আক্রমণে ‘গাজার বাস্তব চিত্র পাল্টে ফেলার’ হুমকি দিয়েছেন।
এক্স হ্যান্ডেলে এক ভিডিওবার্তায় বার্তায় তিনি বলেন, “আজ আমরা খারাপ ঘটনা দেখেছি। নারী, শিশু ও বয়স্ক- কোনো বাছবিচার না করেই সন্ত্রাসী হামলা চালিয়েছে হামাস। তারা কি মারাত্মক ভুল করেছে, সেটা অচিরেই টের পাবে। আমরা গাজা উপত্যকার বাস্তব চেহারা পাল্টে ফেলব।”
শনিবার ইসায়েলি ভূখণ্ডে আকস্মিকভাবে হামলা চালায় হামাস। সে সময় ঝাঁকে ঝাঁকে রকেট ছোড়ার পাশাপাশি হামাসের যোদ্ধারা স্থল ও নৌপথে ইসরায়েলে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। হামাসের হামলায় দুই শতাধিক ইসরায়েলি নিহত হয়। ওই হামলার কয়েক ঘণ্টা পর গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল, সেখানে ২৩২ ফিলিস্তিনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ পর্যন্ত।
হামাসের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের শক্ত অবস্থান এবং সশস্ত্র এই সংগঠনটিকে নিশ্চিহ্ন করা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
শনিবার ভোরে আচমকাই গাজা থেকে হামাসের ছোড়া হাজার হাজার রকেট আঘাত হানে ইসরায়েলের ভূখণ্ডে।
হামলার পরপরই নেতানিয়াহু বলেন, “যুদ্ধ পরিস্থিতিতে আছে ইসরায়েল।”
পূর্ণশক্তিতে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি গাজার বাসিন্দাদের সরে যেতে বলেন।
“তাদেরকে তিক্ত অভিজ্ঞতা দিতে আমরা হামলা চালাব এবং ইসরায়েল ও তার জনগণের জন্য একটি কালো দিন নিয়ে আসার প্রতিশোধ নেব পূর্ণশক্তিতে।”
হামাসের হামলার পর ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।