ওয়াগনার যোদ্ধাদের সামরিক বহর মস্কোর পথে রওয়ানা হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি।
Published : 24 Jun 2023, 07:29 PM
ওয়াগনার বাহিনীর নাম উল্লেখ না করলেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সমাজকে যারা বিভক্ত করছে তাদের ‘অনিবার্য শাস্তির’ বিষয়ে যে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন তার জবাব সরাসরি এবং বেপরোয়াভাবেই দিয়েছেন ওয়ানগার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।
রাশিয়ার মিলিশিয়া বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের কথিত ‘বিদ্রোহী’ তৎপরতাকে কেন্দ্র করে মহাসংকটে পড়েছে রাশিয়া। ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার বড় অস্ত্র ওয়াগনার বাহিনী এখনো উল্টো মস্কো যাওয়ার হুমকি দিয়ে বসেছে।
ওয়াগনার যোদ্ধারা এরইমধ্যে ইউক্রেইন থেকে সীমান্ত অতিক্রম করে রাশিয়ার রস্তোভ অঞ্চলে প্রবেশ করেছে। বলেছে, তারা মস্কোর সামরিক বাহিনীর বিরুদ্ধে যেতেও প্রস্তুত।
এ অবস্থায় শনিবার টেলিভিশনে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে পুতিন ওয়াগনার যোদ্ধাদের কোনো উল্লেখ না করে বলেছেন, রুশদের ‘প্রতারণার মাধ্যমে অপরাধমূলক দুঃসাহসিক কাজে জড়ানো হয়েছে’।
বিদ্রোহীদের তৎপরতাকে ‘পিঠে ছুরি মারা’ বলে বর্ণনা করে তিনি আরো বলেন, “রাশিয়ার ভবিষ্যৎ হুমকির মুখে। কারও কারও উচ্চাকাঙ্ক্ষা তাদের গভীর রাষ্ট্রদ্রোহীতার দিকে নিয়ে যাচ্ছে।”
প্রিগোজিনের দিকে ইঙ্গিত করে একথা বললেও পুতিন তার নাম উল্লেখ করেননি।
পুতিনের ওই ভাষণের পর ওয়াগনারের টেলিগ্রাম চ্যানেলে একটি অডিও বার্তা প্রকাশ করা হয় বলে জানায় বিবিসি।
‘অপরাধমূলক অ্যাডভেঞ্চারের’ নিন্দা পুতিনের
যেখানে প্রিগোজিনের মত শোনায় এমন একটি পুরুষ কণ্ঠকে বলতে শোনা যায়, ‘‘মাতৃভূমিকার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা সম্বন্ধে, প্রেসিডেন্ট বড় ধরণের ভুল করেছেন।
‘‘আমরা দেশপ্রেমিক। আমরা যুদ্ধ করছি এবং এখনো করে যাচ্ছি। আমাদের দোষ স্বীকার করতে... প্রেসিডেন্ট যেমনটা চেয়েছেন, এফএসবি (রাশিয়ার গোয়েন্দা সংস্থা) অথবা অন্যকেউ বা কেউই তেমনটা করতে যাচ্ছে না।
‘‘কারণ আমরা চাই না আমাদের দেশ আর দুর্নীতি, মিথ্যা ও আমলাতন্ত্রের মধ্য দিয়ে চলুক।”
গত মাসে ইউক্রেইনের বাখমুত শহর দখল করার লড়াইয়ে নেতৃত্ব দেওয়া ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিনের অভিযোগ, রাশিয়ার সামরিক নেতৃত্ব শুক্রবার ক্ষেপণাস্ত্র ছুড়ে তার বাহিনীর বহু যোদ্ধাকে হত্যা করেছে, তাই তিনি তাদের নিজ নিজ পদ থেকে অপসারণ করে শাস্তি দিতে চান।
এ অভিযোগ জানানোর কয়েক ঘণ্টা পর শনিবার ভোররাতে প্রিগোজিন জানান, তার ওয়াগনার যোদ্ধারা ইউক্রেইন থেকে সীমান্ত অতিক্রম করে রাশিয়ার রস্তোভ অঞ্চলে প্রবেশ করেছে এবং তারা মস্কোর সামরিক বাহিনীর বিরুদ্ধে যেতে প্রস্তুত। তার বাহিনীর ২৫ হাজার যোদ্ধা তার সঙ্গে আছে বলেও জানান তিনি।
টেলিগ্রাম অ্যাপে পোস্ট করা এক অডিও রেকর্ডিংয়ে প্রিগোজিন বলেন, তিনি ও তার লোকেরা তাদের পথে যেই দাঁড়াবে তাকেই ধ্বংস করে দেবে।
আরেকটি ভিডিওতে প্রিগোজিন বলেন, তারা সেনারা রোস্তভ-অন-ডন শহর অবরোধ করবে এবং প্রতিরক্ষামন্ত্রী সেগেই শোইগু ও জেনারেল ভ্যালেরি গেরাসিমোভ এসে তার সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত তার সেনারা মস্কোর দিকে এগোতে থাকবে।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে তাকে রোস্তভ-অন-ডন শহরে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক বাহিনীর সদরদপ্তরে দুই জেনারেলের মাঝে বসে থাকতে দেখা যায়। এ সময় রোস্তভ-অন-ডন শহরটি ওয়াগনার বাহিনীর নিয়ন্ত্রণে ছিল বলে দাবি করা হয়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, সর্বশেষ খবর অনুযায়ী ওয়াগনারের কিছু ইউনিট ‘মস্কোর দিকে রওনা হয়েছে’।