গাজা ভূখণ্ড জয়, দখল বা শাসন করবে না ইসরায়েল: নেতানিয়াহু

‘জঙ্গি হুমকির’ উত্থান ঠেকাতে ফিলিস্তিনি ছিটমহলটিতে প্রবেশ করার জন্য একটি ‘বিশ্বাসযোগ্য বাহিনীর’ দরকার হবে বলে মন্তব্য করেছেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2023, 04:49 AM
Updated : 10 Nov 2023, 04:49 AM

ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার দেশ হামাসের সঙ্গে যুদ্ধের পর গাজা ভূখণ্ড জয়, দখল বা শাসন করার চেষ্টা করবে না।

যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে তিনি বলেন, তবে ‘জঙ্গি হুমকির’ উত্থান ঠেকাতে যদি প্রয়োজন হয় তাহলে ফিলিস্তিনি ছিটমহলটিতে প্রবেশ করার জন্য একটি ‘বিশ্বাসযোগ্য বাহিনীর’ দরকার হবে।

চলতি সপ্তাহে নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধের পর ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে। কিন্তু তার এ মন্তব্যের বিরোধিতা করে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র বলেছে, তখনো ফিলিস্তিনিদেরই গাজা শাসন করতে হবে। যুদ্ধের পর তারা গাজায় ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতা করবে, জানিয়েছে ওয়াশিংটন।

এরপর বৃহস্পতিবার ফক্স নিউজকে নেতানিয়াহু বলেন, “আমরা গাজা জয় করতে চাই না, গাজা দখল বা শাসনও করতে চাই না।”  

তিনি বলেন, গাজায় একটি বেসামরিক সরকার প্রয়োজন হবে, কিন্তু ইসরায়েলকে এটিও নিশ্চিত করতে হবে যে আবার ৭ অক্টোবরের মতো আর কোনো হামলা হবে না।

“তাই আমাদের একটি বিশ্বাসযোগ্য বাহিনী থাকতে হবে। দরকার হলে এই বাহিনী গাজায় ঢুকবে এবং হত্যাকারীদের হত্যা করবে। কারণ এটিই হামাসের মতো কোনো কিছুর পুনরুত্থান ঠেকাতে পারবে,” বলেছেন নেতানিয়াহু।

৭ অক্টোবর গাজা থেকে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন আক্রমণ চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এ হামলায় প্রায় ১৪০০ জন মানুষ নিহত হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। হামাসের যোদ্ধারা ইসরায়েল থেকে আরও প্রায় ২৪০ জনকে বন্দি করে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে বলেও জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ইহুদি রাষ্ট্রটি।

তারপর থেকে গাজায় অবিরাম বোমা, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইসরায়েল। টানা বিমান হামলার প্রায় দুই সপ্তাহ পর গাজায় স্থল অভিযানও শুরু করেছে তারা। ইসরায়েলের লাগাতার হামলায় বৃহস্পতিবার পর্যন্ত ১০৮১২ জন গাজাবাসী নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন:

Also Read: উত্তর গাজায় দৈনিক চার ঘণ্টা বিরতি দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র

Also Read: গাজায় ইসরায়েলি হামলা থেকে পালানোর পথ রাফাহ ক্রসিং আবার খুলেছে

Also Read: গাজায় হামাসের ঘাঁটি দখলের দাবি ইসরায়েলের