গাজায় ইসরায়েলি হামলা থেকে পালানোর পথ রাফাহ ক্রসিং আবার খুলেছে

বিদেশি পাসপোর্টধারী এবং ফিলিস্তিনিদের যাদের চিকিৎসা সেবা প্রয়োজন তারা এই পথে পুনরায় গাজা ছাড়তে শুরু করেছে- জানিয়েছে মিশর।

রয়টার্সবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 05:53 PM
Updated : 9 Nov 2023, 05:53 PM

গাজায় ইসরায়েলের চলমান হামলা থেকে পালানোর একমাত্র পথ রাফাহ ক্রসিং বুধবার বন্ধ হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার ফের খুলেছে।

বিদেশি পাসপোর্টধারী এবং ফিলিস্তিনিদের যাদের চিকিৎসা সেবা প্রয়োজন তারা এই পথে পুনরায় গাজা ছাড়তে শুরু করেছে বলে জানিয়েছে মিশরের নিরাপত্তা ও চিকিৎসাকর্মীরা।

এ পথটি নিরাপত্তাজনিত কারণে বুধবার বন্ধ করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর। তবে নিরাপত্তাজনিত কারণটি কী ছিল তা স্পষ্ট করে জানানো হয়নি।

রাফাহ সীমান্ত ক্রসিং নিয়ন্ত্রণ করে মিশর। গাজায় ঢোকা বা বের হওয়ার এটিই একমাত্র পথ, যা ইসরায়েল নিয়ন্ত্রণে নেই। গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিশোধ হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।

এই যুদ্ধের মধ্যে গাজার অধিবাসীদের জন্য সাহায্য পৌঁছানোর জন্যও এই রাফাহ ক্রসিংই একমাত্র পথ।

এ পথে গাজা থেকে মানুষজনের চলে যাওয়া শুরু হয় ১ নভেম্বর থেকে। আনুমানিক ৭ হাজার বিদেশি পাসপোর্টধারী মানুষ, দ্বৈত নাগরিক এবং তাদের পরিবারের পাশাপাশি আরও কিছু মানুষ যাদের চিকিৎসা দরকার তারা রাফাহ ক্রসিং দিয়ে গাজা ছাড়ছে।

বৃহস্পতিবারেও এমন কয়েক ডজন মানুষ রাফাহ সীমান্ত ক্রসিং পেরিয়েছে বলে জানিয়েছেন মিশরের নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা।

মানুষজনের গাজা ছাড়ার পাশাপাশি এ পথে গাজায় ঢুকেছে মানবিক ত্রাণও। বুধবার গাজায় ঢোকে ১০৬ ট্রাক খাবার, ওষুধ এবং পানি। এ নিয়ে গত ২১ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৭৫৬ ট্রাক সাহায্য ঢুকেছে বলে এক হিসাবে জানিয়েছে জাতিসংঘ।