আবারও উত্তপ্ত মণিপুর, ফিরল সান্ধ্য আইন

বুধবার দাঙ্গায় ৮০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 10:41 AM
Updated : 7 Nov 2023, 10:41 AM

দুই শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা করা হয়েছে, এমন খবরে সম্প্রতি ভারতের মণিপুর রাজ্যে আবারও শুরু হওয়া দাঙ্গায় কয়েকজন শিক্ষার্থী আহত হলে রাজধানী ইম্ফলসহ রাজ্যের সংঘাতকবলিত এলাকাগুলোতে বৃহস্পতিবার সান্ধ্য আইন জারি করা হয়েছে। সেইসঙ্গে আগামী পাঁচ দিন পুরোপুরি বন্ধ থাকবে মোবাইল ইন্টারনেট সেবা।

এবারের সংঘাতের সূত্রপাত হয় সেই জুলাই মাসে, যখন মেইতেই সম্প্রদায়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। এ সপ্তাহে তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। নিহত দুই শিক্ষার্থীর পরিবার এবং মেইতেই নেতারা দাবি করেন, তাদের অপহরণ করে হত্যা করা হয়েছে এবং এর পেছনে কুকিরা রয়েছে।

এসব খবর দ্রুত ভাইরাল হয়ে গেলে নতুন করে সংঘাত শুরু হয়।

বুধবার সেখানে দাঙ্গায় ৮০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে জানান স্থানীয় এক পুলিশ কর্মকর্তা। তিনি সেখানকার বর্তমান পরিস্থিতিকে ‘অত্যন্ত উত্তেজনাপূর্ণ’ বলে বর্ণনা করে বলেন, অস্ত্র হাতে লোকজন রাজ্যের ক্ষমতাসীন দলের একটি কার্যালয়ে ভাংচুর চালিয়েছে এবং দুটি পুলিশ ঘাঁটিতে পেট্রোল বোমা ছুড়েছে।

গত ৩ মে ভারতের উত্তরপূর্বের রাজ্য মণিপুরে প্রথম জাতিগত দাঙ্গার সূত্রপাত হয়। মূলত রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই জাতি এবং পাহাড়ি অঞ্চলে বসবাস করা কুকিদের মধ্যে সংঘাত চলছে। দাঙ্গায় ১৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। গৃহহীন হয়েছে ৫০ হাজারের বেশি মানুষ।

সমতলে বসবাস করা মেইতেইদের আদিবাসীর মর্যাদা দেওয়ার পক্ষে একটি রুল জারি করা নিয়ে এই দাঙ্গার সূত্রপাত হয়। সংবাদ সূত্র: রয়টার্স

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)