গাজায় ব্যাপক মৃত্যু নিয়ে চাপে ইসরায়েল

গাজার হাসপাতালগুলোর কাছে এবং আশপাশে লড়াই আরও তীব্র হয়েছে এবং মৃত্যুর সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2023, 06:40 AM
Updated : 11 Nov 2023, 06:40 AM

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় বেসামরিকদের মৃত্যু নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখোমুখি হচ্ছে ইসরায়েল। দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও বেসামরিকদের রক্ষায় আরও কিছু করার জন্য তেল আবিবকে চাপ দিচ্ছে।

এদিকে গাজার হাসপাতালগুলোর কাছে এবং আশপাশে লড়াই আরও তীব্র হয়েছে এবং মৃত্যুর সংখ্যাও বেড়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত পাঁচ সপ্তাহ ধরে ফিলিস্তিনি ছিটমহলটিতে ইসরায়েলের বোমা হামলায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে।  

৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন আক্রমণের পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করার প্রত্যয় নিয়ে গাজায় অবিরাম প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী।

এ সংঘাত শুরু হওয়ার পর থেকে এবার গাজায় ইসরায়েলের লাগাতার হামলা নিয়ে সবচেয়ে কড়া মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। শুক্রবার ভারত সফরে গিয়ে সাংবাদিকদের ব্লিনকেন বলেছেন, “অনেক বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে; গত কয়েক সপ্তাহে অনেক বেশি মানুষ ভুগেছে।”

কিন্তু ব্লিনকেন গাজায় চলা ইসরায়েলের আক্রমণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, “গাজাকে আর সন্ত্রাসবাদ শুরু করার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যাবে না।”

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন, ইসরায়েলকে অবশ্যই গাজায় বেসামরিকদের হত্যা এবং বোমাবর্ষণ বন্ধ করতে হবে।

তিনি বলেন, “ফ্রান্স পরিষ্কারভাবে হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা করে, কিন্তু ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের গাজায় এই বোমা হামলা বন্ধ করারও আহ্বান জানাই আমরা।” 

এই প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বিশ্ব নেতাদের উচিত হামাসের নিন্দা করা, ইসরায়েলের নয়।

“আজ গাজায় হামাস যে অপরাধগুলো করছে কাল সেগুলো প্যারিস, নিউ ইয়র্ক বা বিশ্বের যেকোনো জায়গায় হবে,” বলেছেন নেতানিয়াহু।

ইসরায়েল বলেছে, যদি কোনো যুদ্ধবিরতি হয় তাহলে হামাসের ‘জঙ্গিরা’ সেটিকে পুনর্গঠন করার জন্য কাজে লাগাবে।  

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি শনিবার রিয়াদে ইসলামিক ও আরব দেশগুলোর এক যৌথ শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। এ সম্মেলনে গাজার পরিস্থিতি এবং সেখানে ইসরায়েলের হামলা নিয়ে দেশগুলো সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছতে আলোচনা করবে বলে জানা গেছে।    

আরও পড়ুন:

Also Read: গাজায় যুদ্ধবিরতি চেয়ে ইউএসএইড-এর সহস্রাধিক কর্মকর্তার খোলা চিঠি

Also Read: গাজায় যুদ্ধ দীর্ঘ হলে মানুষ হামাসে যোগ দিতে উদ্বুদ্ধ হতে পারে: মার্কিন জেনারেল

Also Read: গাজার শিশু হাসপাতালের বাইরে ইসরায়েলের ট্যাংক

Also Read: গাজার যুদ্ধ ছড়িয়ে পড়া অনিবার্য: ইরান