গাজায় দীর্ঘ যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল চার্লস কিউ ব্রাউন। চটজলদি যুদ্ধাবস্থার সমাধান করার পক্ষে মত দিয়ে তিনি বলেছেন, এতেই গাজার সাধারণ মানুষকে হামাসে যোগ দিতে উদ্বুদ্ধ হওয়া থেকে ঠেকানো যেতে পারে।
তিনি বলেন, “যত দ্রুত আপনি বৈরিতার অবসান ঘটাতে পারবেন, ততই আপনাকে বেসামরিক নাগরিকদের হামাসের সদস্যে পরিণত হওয়া নিয়ে কম চিন্তা করতে হবে।”
হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার যে সংকল্প ইসরায়েল নিয়েছে, সেটি অনেক বড় একটি লক্ষ্য বলে মন্তব্য করেন ব্রাউন। ২০০৬ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচনে জয়ী হয়ে গাজা শাসন করে আসছে হামাস।
হামাসের শীর্ষ নেতারাও ইসরায়েলের নিশানা বলে ব্রাউন উল্লেখ করেন। তবে এ লক্ষ্য আরও জলদি অর্জন করা সম্ভব বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার জাপানে পৌঁছানোর আগে ব্রাউন সাংবাদিকদের বলেন, তার বিশ্বাস, এ সংঘর্ষ যত দীর্ঘস্থায়ী হবে, পরিস্থিতি তত বেশি জটিল হয়ে উঠতে পারে। গাজায় একমাস ধরে চলা যুদ্ধ নিয়ে এই প্রথম এমন বিস্তারিত মন্তব্য করলেন তিনি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের নজিরবিহীন হামলায় ১,৪০০’র বেশি মানুষ নিহত এবং ২৪০ জন জিম্মি হওয়ার পর থেকেই সশস্ত্র এই ফিলিস্তিনি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার প্রত্যয় নিয়ে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমর্থনেই ইসরায়েল গাজায় স্থল ও বিমান হামলা চালাচ্ছে। ৭ অক্টোবরে এই যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।