ভিডিও ফুটেজে গাজা সিটির আল-রানতিসি শিশু হাসপাতালের বাইরে দেখা গেছে ইসরায়েলের ট্যাংক।
Published : 10 Nov 2023, 07:38 PM
গাজার উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে নতুন করে ইসরায়েলের হামলা চলছে। আল-শিফা হাসপাতালে এরই মধ্যে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এবার এক ভিডিও ফুটেজে ইসরায়েলের ট্যাংক দেখা গেল গাজা সিটির একটি শিশু হাসপাতালের বাইরে।
এর আগে শুক্রবারেই উত্তর গাজার আল শিফাসহ আল কুদস এবং ইন্দোনেশিয়ান হাসপাতালের কাছে ইসরায়েলের হামলা হয়েছে। আর এখন ফুটেজে ইসরায়েলের যে ট্যাংক দেখা গেছে, সেটি অবস্থান নিয়েছে আল-রানতিসি শিশু হাসপাতালের বাইরে।
এক প্রত্যক্ষদর্শী বিবিসি-কে বলেছেন, ইসরায়েলের সেনারা শিশু হাসপাতালটির ভেতরে যারা চিকিৎসাকর্মী কিংবা রোগী তারা ছাড়া আর অন্য সবাইকে লাউডস্পিকারে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে।
ইসরায়েল বারবারই বলে আসছে তারা গাজায় মাটির নিচে হামাসের তৈরি সুড়ঙ্গগুলো খুঁজে বের করে সেগুলো ধ্বংস করার অভিযানে নেমেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ‘ইসরায়েল ডিফেন্স ফোর্সেস’ (আইডিএফ) বলছে, হামাসের এমন সুড়ঙ্গ আছে হাসপাতালগুলোর নিচে।
ইসরায়েল এর আগে আল শিফা হাসপাতালে হামলার প্রসঙ্গে বলেছিল, হাসপাতালটির নিচে ভূগর্ভে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের কমান্ড সেন্টার ও সুড়ঙ্গ আছে। কিন্তু হামাস এমন অভিযোগ অস্বীকার করেছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করার প্রত্যয় নিয়ে গাজায় অবিরাম প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে ইসরায়েলের সামরিক বাহিনী।