গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার পর্যন্ত ইরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ১৮ হাজারে পৌঁছেছে।
Published : 11 Dec 2023, 09:55 AM
হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের বিরামহীন বোমা হামলার কারণে সেখানে নতুন করে একটি যুদ্ধবিরতি কার্যকর করার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি।
তার বরাত দিয়ে বিবিসি বলেছে, তারপরও একটি যুদ্ধবিরতিতে রাজি করাতে দুই পক্ষকে কাতার চাপ দিয়ে যাবে।
সম্প্রতি দোহা ফোরামে এ কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী।
হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই যুদ্ধবিরতি কার্যকরে দুই পক্ষের মধ্যস্থতা করে আসছে কাতার। নভেম্বরের শেষ দিকে এক সপ্তহের সংক্ষিপ্ত যুদ্ধবিরতি কার্যকরে মূল ভূমিকা পালন করে মধ্যপ্রাচ্যের দেশটি।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ এখন পূর্ণ গতিতে চলছে।
সম্প্রতি তিনি জানিয়েছেন, হামাসের কয়েকডজন সদস্য অস্ত্র জমা দিয়ে তাদের সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে।
“হামাসের শেষের শুরু এটি,” বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
ইসরায়েলের হামলায় গাজায় যখন মানবিক সঙ্কট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখনই এসব বক্তব্য এলো।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার পর্যন্ত ইরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ১৮ হাজারে পৌঁছেছে।
অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে পাঠানো এক অডিও বার্তায় হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, নভেম্বরের অস্থায়ী যুদ্ধবিরতির কারণে তাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণিত হয়েছে এবং ইসরায়েল নতুন করে আলোচনায় যুক্ত না হলে আর কোনো বন্দিকে তারা মুক্তি দেবে না।
হামাসের মুখপাত্র আবু উবাইদার ওই বার্তায় দাবি করা হয়েছে, হামাসের যোদ্ধারা এ পর্যন্ত ইসরায়েলের ১৮০টি সামরিক যান আংশিক কিংবা পুরোপুরি ধ্বংস করেছে। পাশাপাশি বহু ইসরায়েলি সেনাকে হত্যার দাবিও করেছেন উবাইদা।
ইসরায়েলের সেনাদের ওপর হামাসের আঘাত এখনো চলছে জানানোর পাশাপাশি সংগঠনটির মুখপাত্র হুঁশিয়ার করেছেন, সামনের দিনগুলোতে তা আরো বাড়বে।