বেলগোরোদে ঢুকে পড়া ওই যোদ্ধাদেরকে পিছু হটিয়ে দেওয়া হয়েছে বলে মস্কো দাবি করার পর শোইগু এমন দৃঢ়সংকল্প নিলেন।
Published : 24 May 2023, 07:27 PM
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বেলগোরোদে ইউক্রেইন থেকে সীমান্ত টপকে সশস্ত্র যোদ্ধাদের ঢুকে পড়ার ঘটনার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।
বেলগোরোদে ঢুকে পড়া ওই যোদ্ধাদেরকে পিছু হটিয়ে দেওয়া হয়েছে বলে মস্কো দাবি করার পর শোইগু এমন দৃঢ়সংকল্প নিলেন বলে জানিয়েছে বিবিসি।
১৫ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেইনে সবচেয়ে বড় এই অনুপ্রবেশের ঘটনার পর মস্কো বেলগোরোদে সন্ত্রাস-বিরোধী অভিযান ঘোষণা করে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, ইউক্রেইনের জাতীয়তাবাদী গোষ্ঠীর একটি ইউনিট রুশ ভূখন্ডে অনুপ্রবেশ করেছে।
সোমবার বেলগোরোদের গ্রাভোরোনোস্কি জেলা এবং কোজিঙ্কা চেকপয়েন্টে প্রচণ্ড গোলা হামলার জন্য এই জাতীয়তাবাদী গোষ্ঠীই দায়ী বলে জানায় মন্ত্রণালয়।
মঙ্গলবার টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৭০ ‘ইউক্রেইনীয় সন্ত্রাসী’ নিহত হয়েছে এবং বাদবাকী যোদ্ধাদের আবার ইউক্রেইন সীমান্তে পিছু হটিয়ে দেওয়া হয়েছে।
অনুপ্রবেশের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে প্রতিরক্ষামন্ত্রী শোইগুও একই কথা জানিয়ে বলেন, “আমরা ইউক্রেইনের জঙ্গিদের এ ধরনের কর্মকাণ্ডের খুব দ্রুত এবং অত্যন্ত কঠোর জবাব দিয়েই যাব।”