যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তার সঙ্গে ফোনে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।
Published : 16 Nov 2024, 06:30 PM
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী বছর ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ অন্যকোনও ভাবে শেষ হওয়ার চেয়ে বরং ‘আরও দ্রুত অবসান হবে’- এ ব্যাপারে তিনি নিশ্চিত।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তার সঙ্গে ফোনে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। তবে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনার জন্য ট্রাম্প কোনওকিছু দাবি করেছেন কিনা সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
আলাপের বিষয়বস্তু সম্পর্কে জেলেনস্কি কেবল বলেন, ইউক্রেইনের অবস্থানের বিরুদ্ধে যায় এমন কোনও কথা তিনি শোনেননি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এ যুদ্ধে ইউক্রেইনকে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া নিয়ে ট্রাম্প তার নির্বাচনী প্রচারে সমালোচনা করে এসেছেন।
বারবারই ট্রাম্প বলে এসেছেন, প্রেসিডেন্ট হিসাবে তার অগ্রাধিকারের বিষয় হবে ইউক্রেইন যুদ্ধ শেষ করা এবং ইউক্রেইনের পেছনে যুক্তরাষ্ট্রের সম্পদের অপচয় বন্ধ করা।
ইউক্রেইনের সংবাদমাধ্যম সাসপিলনে-কে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “এটি নিশ্চিত যে, এখন যারা হোয়াইট হাউজে নেতৃত্ব দিতে চলেছেন তাদের নীতিমালা অনুযায়ী দ্রুতই যুদ্ধ শেষ হবে। এটি তাদের দৃষ্টিভঙ্গি, তাদের নাগরিকদেরকে দেওয়া প্রতিশ্রুতি।”
“আগামী বছরই যাতে যুদ্ধ শেষ হয় এবং কূটনৈতিক পন্থায় শেষ হয় সেজন্য ইউক্রেইনকে সবকিছু করতে হবে,” বলে জানান জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি কঠিন। রুশ বাহিনী অগ্রসর হচ্ছে।
ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে তিনি ইউক্রেইন যুদ্ধের অবসান ঘটাবেন। তবে কীভাবে তা করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু তিনি বলেননি।