যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্য শুধু অ্যারিজোনাতেই প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা এখনও বাকি আছে।
Published : 09 Nov 2024, 09:41 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে জয় ছিনিয়ে নেওয়ার পরও দেশটির একটি অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা চলছে।
এই অঙ্গরাজ্যের নাম অ্যারিজোনা। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্য শুধু অ্যারিজোনাতেই প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা এখনও বাকি আছে। এই অঙ্গরাজ্যের ভোটের ফল ছাড়াই ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে একজন প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়। রয়টার্সের প্রদর্শিত ফলাফলে দেখা গেছে, ইতোমধ্যে অ্যারিজোনার ইলেকটোরাল ভোট ছাড়াই ট্রাম্প ৩০১টি নিশ্চিত করে ফেলেছেন, অপরদিকে তার প্রতিন্দ্বন্দ্বী হ্যারিস পেয়েছেন ২২৬টি।
অ্যারিজোনার প্রেসিডেন্ট নির্বাচনের ৮৩ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, ট্রাম্প ৫২ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন আর হ্যারিস পেয়েছেন ৪৬ দশমিক ৩ শতাংশ ভোট।
এই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট আছে ১১টি। এখানে ট্রাম্প জয়ী হলে এই সবগুলো ভোট পাবেন তিনি। সেক্ষেত্রে তার মোট ইলেকটোরাল ভোট হবে ৩১২টি।