ঝুঁকি কমাতে মস্কোয় আগামী সোমবারকে ‘নন-ওয়ার্কিং ডে’ বা ‘কর্মহীন দিবস’ ঘোষণা করা হয়েছে।
Published : 24 Jun 2023, 09:56 PM
মস্কোর ৪০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে ওয়াগনার বাহিনী; যেটিকে ‘কঠিন পরিস্থিতি’ বলে বর্ণনা করেছেন নগরীর মেয়র সের্গেই সোবিয়ানিন।
শনিবার টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে তিনি মস্কোকে ‘সন্ত্রাস বিরোধী অভিযান অঞ্চল ঘোষণা করা হয়েছে’ বলে জানিয়েছেন।
এছাড়াও ঝুঁকি কমাতে তিনি আগামী সোমবারকে ‘নন-ওয়ার্কিং ডে’ বা ‘কর্মহীন দিবস’ বলেও ঘোষণা করেছেন বলে জানায় বিবিসি।
তিনি মস্কোর বাসিন্দাদের যতদূর সম্ভব ভ্রমণ এড়িয়ে চলাও পরামর্শ দিয়েছেন। বলেছেন, ‘সবগুলো নাগরিক পরিষেবাকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে’।
রাশিয়ার মিলিশিয়া বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের কথিত ‘বিদ্রোহী’ তৎপরতাকে কেন্দ্র করে মহাসংকটে পড়েছে রাশিয়া। ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার বড় অস্ত্র ওয়াগনার বাহিনী এখনো উল্টো প্রচণ্ড আক্রোশ নিয়ে মস্কোর পথেই রওয়ানা হয়েছে।
রাতারাতি ইউক্রেইন সীমান্ত পেরিয়ে শনিবার ভোররাতে ওয়াগনার বাহিনী রাশিয়ার রস্তোভ অঞ্চলে প্রবেশ করে এবং রস্তোভ-অন-ডন নগরীর দখল নেয়। পরে খবর পাওয়া যায়, তারা সেখান থেকে ভোরোনেজ ও লিপিয়েৎস্ক নগরীর উপর দিয়ে উত্তর দিক হয়ে মস্কোর দিকে অগ্রসর হচ্ছে।
ভোরোনেজ অতিক্রমের পর ওয়াগনার বাহিনী লিপিয়েৎস্ক অঞ্চল অতিক্রম করছে বলে নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিপিয়েৎস্ক অঞ্চলের গভর্নর আইগর আরতেমোনোভ বলেন, ওয়াগনার এই অঞ্চল দিয়ে ‘সরঞ্জাম’ নিয়ে যাচ্ছে।
‘‘আইনশৃঙ্খলা বাহিনী এবং কর্তৃপক্ষ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।”
স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়ে গভর্নর আরতেমোনোভ বলেন, ‘‘আপনাদের দৃঢ়তার সঙ্গে পরমার্শ দিয়ে বলা হয়েছে, ঘরের বাইরে বের হবেন না এবং সব ধরণের ভ্রমণ এড়িয়ে চলবেন।”
লিপিয়েৎস্ক থেকে উত্তরে মস্কোর দূরত্ব ৪০০ কিলোমিটারেরও কম।
ওয়াগনারদের এই বহরে কতজন যোদ্ধা রয়েছেন সে বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য পাওয়া যায়নি।
গত মাসে ইউক্রেইনের বাখমুত শহর দখল করার লড়াইয়ে নেতৃত্ব দেওয়া ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিনের অভিযোগ, রাশিয়ার সামরিক নেতৃত্ব শুক্রবার ক্ষেপণাস্ত্র ছুড়ে তার বাহিনীর বহু যোদ্ধাকে হত্যা করেছে, তাই তিনি তাদের নিজ নিজ পদ থেকে অপসারণ করে শাস্তি দিতে চান।
এ অভিযোগ জানানোর কয়েক ঘণ্টা পর শনিবার ভোররাতে প্রিগোজিন জানান, তার ওয়াগনার যোদ্ধারা ইউক্রেইন থেকে সীমান্ত অতিক্রম করে রাশিয়ার রস্তোভ অঞ্চলে প্রবেশ করেছে এবং তারা মস্কোর সামরিক বাহিনীর বিরুদ্ধে যেতে প্রস্তুত। তার বাহিনীর ২৫ হাজার যোদ্ধা তার সঙ্গে আছে বলেও জানান তিনি।
টেলিগ্রাম অ্যাপে পোস্ট করা এক অডিও রেকর্ডিংয়ে প্রিগোজিন বলেন, তিনি ও তার লোকেরা তাদের পথে যেই দাঁড়াবে তাকেই ধ্বংস করে দেবে।
পুতিনের নিন্দার জবাবে বিদ্বেষ ঝরালেন ওয়াগনার প্রধান প্রিগোজিন