যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠানের সিইও খুনে অভিযুক্ত যুবককে আইনিভাবে সাহায্যের জন্য এ পর্যন্ত জমা পড়েছে ৩১ হাজার ডলারের বেশি অনুদান।
Published : 13 Dec 2024, 06:09 PM
নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথকেয়ার’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনকে হত্যার ঘটনায় ২৬ বছর বয়সী লুইজি মাঞ্জিওনি অভিযুক্ত হয়েছেন।
কিন্তু তিনি অভিযুক্ত হওয়ার দিন থেকে থেকেই আশ্চর্যজনকভাবে তার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে পোস্ট। তাকে আইনিভাবে সাহায্যের জন্য এ পর্যন্ত অনলাইনে হাজারেরও বেশি ডলারের অনুদান জমা পড়েছে।
গত বুধবার পর্যন্ত কেবল ‘গিভসেন্ডগো’ তহবিল সংগ্রাহক সাইটেই ৩১ হাজার ডলারের বেশি অনুদান জমা পড়ে। এই অনুদান প্রমাণ করছে যে, তাকে মানুষ সমর্থন করে। তার অপরাধ এখানে নগণ্য।
সিইও খুনে অভিযুক্ত লুইজি মাঞ্জিওনির নয়, বরং উল্টো সিইওদের মুখ সম্বলিত 'ওয়ান্টেড' পোস্টার সাঁটানো হয়েছে নিউ ইয়র্কের দেয়ালে দেয়ালে।
আবার বিভিন্ন অনলাইন শপে মাঞ্জিওনির নামে বিভিন্ন পণ্যদ্রব্য বিক্রি হচ্ছে, যার মধ্যে ‘সিইও হান্টার’ মুদ্রিত টুপি রয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় তার হাসি এবং সিক্স-প্যাক অ্যাবস নিয়েও আলোচনা চলছে।
ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে ম্যানহাটনের হিলটন হোটেলের বাইরে পিঠে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি হেলথকেয়ারের বিনিয়োগকারীদের সঙ্গে একটি বৈঠকে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। তাকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় লুইজি মাঞ্জিওনিকে।
কিন্তু তার বিরুদ্ধে আনা অপরাধের অভিযোগ ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। মাঞ্জিওনির ছবি প্রকাশ হওয়ার পর ২৬ বছর এই সুদর্শন যুবক মন কেড়েছে তরুণীদের। সোমবার মাঞ্জিওনি গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার প্রতি সমর্থন জোরাল হয়েছে।
তহবিল সংগ্রহকারী সাইট ‘গিভসেন্ডগো’-তে আসা মানুষের বার্তাগুলোতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে আমেরিকানদের গভীর হতাশারই প্রতিফলন ঘটেছে। আয়ের অসমতা এবং নির্বাহী কর্মকর্তাদের বেতন বাড়া নিয়েও জনতার ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে বার্তাগুলোতে।
একজন দাতা লেখেন, "মানুষকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করাও হত্যাকাণ্ড, কিন্তু এ অপরাধের জন্য কাউকে অভিযুক্ত করা হয় না।" আরেকজন ইউনাইটেড হেলথকেয়ার সিইও হত্যাকাণ্ডকে "ন্যায়সঙ্গত হত্যাকাণ্ড" বলে অভিহিত করেছেন।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দা সার্জেন্ট ফিলিপ রদ্রিগেজ এই প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, "মানুষ তাদের নিজস্ব বীমা সংস্থাগুলোর কাছ থেকে ঝামেলার মুখে পড়ার কারণে এই হত্যাকাণ্ডে সমর্থন জানাচ্ছে। কিন্তু আমি বলতে চাইছি, বীমা নিয়ে দৌড়াদৌড়ি কার হয়নি? কিন্তু মাঞ্জিওনি একজন ঠান্ডা মাথার খুনি।”
মাঞ্জিওনিকে এই হত্যাকাণ্ডের মামলায় পেনসিলভেইনিয়ায় রাখা হয়েছে। নিউ ইয়র্কের কৌসুঁলিরা তার প্রত্যর্পণ চাইছেন। তার আইনজীবী বলেছেন, তিনি পেনসিলভেইনিয়ার অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করছেন।
হতাশা ও ক্ষোভ:
নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া শেলের খোসা এবং কাছাকাছি পাওয়া একটি পানির বোতল ও এনার্জি বারের মোড়কের সঙ্গে মাঞ্জিওনির আঙুলের ছাপ মিলিয়ে দেখেছে পুলিশ।
অন্যান্য প্রমাণের মধ্যে রয়েছে তার কাছে পাওয়া হাতে লেখা নথি যা তার অপরাধকে কর্পোরেট লোভের বৈধ প্রতিক্রিয়া হিসাবে চিহ্নিত করেছে।
আমেরিকানরা অন্য যে কোনও দেশের বাসিন্দাদের তুলনায় স্বাস্থ্যসেবার জন্য বেশি অর্থ দেয়। ডেটা অনুযায়ী, বীমা প্রিমিয়াম, পকেটের বাইরে ব্যয়, ফার্মাসিউটিক্যালস এবং হাসপাতালের পরিষেবাগুলিতে গত পাঁচ বছরে ব্যয় বেড়েছে।
ইউনাইটেড হেলথের মতো স্বাস্থ্য বীমাকারীরা প্রায়শই নিয়োগকর্তা এবং সরকারের পক্ষে স্বাস্থ্য সুবিধাগুলি পরিচালনা করে।
বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে মাঞ্জিওনি দীর্ঘস্থায়ী পিঠের ব্যথায় ভুগছিলেন। এ ব্যথা তার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করেছিল। যদিও তার ব্যক্তিগত স্বাস্থ্যের পেছনে এই হত্যাকাণ্ডের যোগসাজোস আছে কিনা তা স্পষ্ট নয়।
সাবেক এফবিআই এজেন্ট এবং নিউ ইয়র্কের জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিসের অধ্যাপক ডেভিড শাপিরো বলেন, “বীমা কোম্পানিগুলোর প্রতি মানুষের ক্ষোভ ও অসন্তোষকে খাটো করে দেখা কঠিন।”
শাপিরো আরও বলেন, মাঞ্জিওনি যে ঘটনা ঘটিয়েছেন, তার পর এমন প্রতিক্রিয়া তিনি আগে কখনও দেখেননি।
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই হত্যাকাণ্ডের জন্য প্রশংসিত হচ্ছেন মাঞ্জিওনি। এমনকি তার ছবি সম্বলিত টি-শার্ট বিক্রি হচ্ছে অনলাইনে। সেখানে লেখা, 'ফ্রি লুইজি' এবং 'ইন দিস হাউজ, লুইজি মাঞ্জিওনি ইজ আ হিরো, ‘এন্ড অব স্টোরি'।