ইরান দেশটির সীমা অনেকগুলো টেকটোনিক প্লেটে ছড়িয়ে থাকায় এটি একটি ভূমিকম্পপ্রবণ দেশ। এখানে প্রায়ই ভূমিকম্প হয়।
Published : 19 Jun 2024, 04:42 PM
ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে, এতে অন্তত চারজন নিহত ও ১২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবারের এ ভূমিকম্পে ওই অঞ্চলের কাশমার শহরে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
কাশমারের গভর্নর হাজাতুল্লা শরীয়তমাদারী ইরানের রাষ্ট্রয়ত্ত টেলিভিশনে বলেছেন, স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে ভূমিকম্পটি হয়েছে। এতে কাশমার শহর ও আশপাশের গ্রামীণ এলাকাগুলোর জীর্ণ ভবনগুলোই প্রধানত ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে ভূমিকম্পের পর একটি রাস্তায় জরুরি বিভাগের কর্মীদের কাজ করতে দেখা গেছে, সেখানকার সব ভবনগুলো ভেঙে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ইরান দেশটির সীমা অনেকগুলো টেকটোনিক প্লেটে ছড়িয়ে থাকায় এটি একটি ভূমিকম্পপ্রবণ দেশ। এখানে প্রায়ই ভূমিকম্প হয়।
গত বছরের প্রথমদিকে তুরস্কের সীমান্তের কাছে ইরানের উত্তরপশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পে তিনজন নিহত ও ৮০০ জনের বেশি আহত হয়েছিল।
দেশটির প্রাণঘাতী ভূমিকম্পগুলোর মধ্যে একটি ঘটেছিল ২০০৩ সালে। ৬ দশমকি ৬ মাত্রার ওই ভূমিকম্পে দক্ষিণপূর্বাঞ্চলীয় বাম শহরে ৩১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।