হিমাচল প্রদেশের আবহওয়া বিভাগ শিমলা, কুল্লু, মানডিসহ কয়েকটি জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
Published : 14 Aug 2023, 11:24 AM
ভারতের হিমাচল প্রদেশে ২৪ ঘণ্টার মধ্যে ভারি বৃষ্টিজনিত দু’টি পৃথক ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্যটির মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন। এদের নিয়ে গত দুই দিনে রাজ্যটিতে প্রাকৃতিক দুর্যোগে মোট ২১ জনের মৃত্যু হল।
সোমবার দুপুররাত দেড়টার দিকে রাজ্যটির সোলন জেলায় হঠাৎ বজ্রসহ অতি ভারি বৃষ্টির কারণে সৃষ্ট হড়কা বানে জাডোন গ্রামে সাতজনের মৃত্যু হয়েছে।
একইদিন শিমলা শহরের সামার হিল এলাকায় ভূমিধসে একটি শিব মন্দির ভেঙে পড়ে, এতে অন্তত নয়জনের মৃত্যু হয়।
শিমলার ডিসি আদিত্য নেগি বার্তা সংস্থা পিটিআইকে জানান, শিমলা শহরে ভূমিধসের দুটি ঘটনা ঘটেছে, এতে ১৫ থেকে ২০ জন মাটিচাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সোলানের কান্দাঘাট মহকুমার মামলাই গ্রামে ভারি বৃষ্টির পর হড়কা বানে ভেসে যাওয়া ছয় ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। জাডোনে পানির তোড়ে দু’টি বাড়ি ও একটি গোয়ালঘর ভেসে গেছে বলে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে। জাডোনে নিহতদের মধ্যে তিনজন কিশোর বয়সী ও একজন শিশু।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু টুইটার পোস্টে এসব মৃত্যুর কথা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়া আশ্বাস দিয়েছেন তিনি।
প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘটা বিভিন্ন বিপর্যয়ের কারণে রাজ্যটির ৭৫২টি সড়ক বন্ধ রাখা হয়েছে বলে হিমাচলের জরুরি পরিস্থিতি মোকাবেলা কেন্দ্র জানিয়েছে।
শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সোমাবার রাজ্যটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুখু।
ভারতের আবহাওয়া অধিদপ্তর সোমাবার জানায়, দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা মৌসুমি বায়ুর প্রভাবে হিমাচল প্রদেশ ও পার্শ্ববর্তী উত্তরাখণ্ডে নতুন করে ভারি বৃষ্টি হচ্ছে।
আরও বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দিয়ে হিমাচল প্রদেশের আবহাওয়া বিভাগ সোমবার শিমলা, কুল্লু, মানডিসহ কয়েকটি জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। পুরো রাজ্যজুড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে তারা।
হড়কা বানে জাডোনমুখি সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারীরা হেঁটে ঘটনাস্থলে পৌঁছান। তারা ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রথমে চারটি মৃতদেহ উদ্ধার করেন। পরে ধ্বংসস্তূপ থেকে এক বালিকার মৃতদেহ উদ্ধার করেন।
শিমলা শহরের বিভিন্ন এলাকায় প্রায় ৪০টি গাছ উপড়ে পড়েছে। এক মাইক্রোবাসের ওপর একটি গাছ পড়ে অন্তত একজন আহত হয়েছেন।
একইদিন হিমাচল প্রদেশের প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ডের দেরাদুনে প্রবল বৃষ্টির মধ্যে ভারতীয় সামরিক বাহিনীর প্রতিরক্ষা কলেজের একটি ভবন ধসে পড়েছে।
মৌসুমি বায়ুর প্রভাবে শুরু হওয়া বৃষ্টিপাতে ভারতের রাজ্যগুলোর মধ্যে হিমাচল প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ভারি বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যা, ভূমিধস ও অন্যান্য ঘটনায় এ পর্যন্ত ২৫৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২৯০ জন এবং ৩২ জন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
২৪ জুন থেকে শুরু হওয়া এসব প্রাকৃতিক দুর্যোগে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সাত হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে বলে রোববার সরকারি এক হিসাবে বলা হয়েছে।
#WATCH | Dehradun Defence College building in Uttarakhand's Maldevta collapses amid incessant rainfall. More details are awaited. (PTI)
— TOI Uttarakhand (@UttarakhandTOI) August 14, 2023
(Source: Third Party)#UttarakhandRains pic.twitter.com/KIWQZQRIAj