কোভিড-১৯ গবেষণাগারের কোনো ঘটনার ফল না প্রকৃতিতে উদ্ভূত হয়েছে সে বিষয়ে বছরের পর বছর ধরে সিদ্ধান্ত নিতে পরেনি সংস্থাটি।
Published : 26 Jan 2025, 01:29 PM
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এখন বলছে, কোভিড-১৯ মহামারী প্রকৃতির চেয়ে একটি গবেষণাগার থেকে আবির্ভূত হয়েছে এমন ‘সম্ভাবনা বেশি’।
এই সংস্থাটি বছরের পর বছর ধরে বলে আসছিল, কোভিড-১৯ গবেষণাগারের কোনো ঘটনার ফল না প্রকৃতিতে উদ্ভূত হয়েছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পরেনি তারা। কিন্তু তারা এখন এমনটি মনে করছে বলে শনিবার জানিয়েছেন সংস্থাটির একজন মুখপাত্র।
যুক্তরাষ্ট্রের একজন ঊধ্র্বতন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের চূড়ান্ত সপ্তাহগুলোতে সিআইএর তৎকালীন পরিচালক উইলিয়াম বার্নস মহামারীর ঐতিহাসিক তাৎপর্যের বিষয়টিতে জোর দিয়ে সংস্থাটির বিশ্লেষক ও বিজ্ঞানীদের এ বিষয়ে একটি পরিষ্কার মীমাংসায় আসতে বলেন।
সিআইএ জানিয়েছে, ‘কোভিড-১৯ মহামারীর গবেষণা-সম্পর্কিত উৎসের সম্ভাবনা বেশি’ নিজেদের এমন মূল্যায়নে তাদের ‘আস্থা দুর্বল’। তারা তাদের বিবৃতিতে উল্লেখ করে, গবেষণাগার থেকে উদ্ভূত এবং প্রকৃতি থেকে উদ্ভূত- উভয় দৃশ্যকল্পই বিশ্বাসযোগ্য থাকছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স ওয়াশিংটনের চীনা দূতাবাসকে অনুরোধ জানালেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
সংস্থাটি কোভিড-১৯ এর উৎপত্তির বিষয়ে নতুন গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে নাকি সর্বশেষ মূল্যায়ন প্রণয়ন করতে নতুন প্রমাণ ব্যবহার করেছে তা পরিষ্কার হওয়া যায়নি।
চীনের সরকার জানিয়েছে, তারা কোভিড-১৯ এর উৎপত্তি নির্ধারণ করার গবেষণায় সমর্থন দেয় এবং সেগুলোতে অংশ নেয়। বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছে তারা, বিশেষ করে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তদন্ত প্রচেষ্টার কারণে।
বেইজিংয়ের দাবি, মহামারীর সম্ভাব্য কারণ হিসেবে গবেষণাগার থেকে ছড়ানোর অভিযোগ করা হলেও এসবের বাস্তব কোনো ভিত্তি নেই।
কিন্তু সিআইএ-র বর্তমান পরিচালক জন র্যাটক্লিফ বলেছেন, “আমি মনে করি আমাদের গোয়েন্দা তথ্য, আমাদের বিজ্ঞান আর আমাদের কাণ্ডজ্ঞান সব নির্দেশ করছে যে কোভিডের উৎপত্তি উহানের ভাইরোলজি ইনস্টিটিউটের লিক থেকে হয়েছে।”