ইউক্রেইনের প্রতি মার্কিন প্রেসিডেন্টের কঠোর মনোভাব এবং মস্কো ঘেঁষা নীতি নিয়ে ইউরোপে উদ্বেগের মধ্যে ওয়াশিংটনে আগামী সপ্তাহে বৈঠক করতে চলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
Published : 23 Feb 2025, 07:11 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই বৈঠকে ইউক্রেইনের সার্বভৌমত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন তিনি।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোন কলে স্টারমার একথা বলেন। ইউক্রেইনের প্রতি ট্রাম্পের কঠোর মনোভাব এবং মস্কো ঘেঁষা নীতি নিয়ে ইউরোপে উদ্বেগের মধ্যে স্টারমারের সঙ্গে ওয়াশিংটনে বসতে চলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার।
সেই বৈঠকেরই আগে দিয়ে শনিবার জেলেনস্কির সঙ্গে কথা বলার সময় ইউক্রেইনের প্রতি পুনরায় দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন স্টারমার। ডনাল্ড ট্রাম্প ইউক্রেইন যুদ্ধের অবসান এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন করে শুরুর সিদ্ধান্ত নেওয়ার পর চারদিনের মধ্যে স্টারমার এবং জেলেনস্কি দ্বিতীয়বারের মতো টেলিফোনে কথা বলেছেন।
ট্রাম্পের সঙ্গে বৈঠককালে তিনি ইউক্রেইন যুদ্ধ অবসানে কোনও মূল্যেই রাশিয়ার সঙ্গে তড়িঘড়ি কোনও চুক্তিতে না যাওয়া, আলোচনা প্রক্রিয়ায় ইউরোপকে রাখা এবং ইউক্রেইনকে সামরিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।
সোমবার ইউক্রেইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের তিন বছর পূর্ণ হচ্ছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই বর্ষপূর্তিতে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা চাপাবেন বলে জানিয়েছেন।
শনিবার যুদ্ধের তিন বছর পূর্তির আগে দিয়ে লন্ডনের পশ্চিমাংশে রুশ দূতাবাস অভিমুখে ইউক্রেইনের সমর্থনে পদযাত্রা করেছে ২০০০ মানুষ। ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রীও বলেছেন, যুদ্ধ শেষের আলোচনার প্রাণকেন্দ্রে থাকতে হবে ইউক্রেইন।
ইউক্রেইনের জন্য ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি নিশ্চিত করতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান স্টারমার।
ওদিকে, ডাউনিং স্ট্রিট জেলেনস্কির সঙ্গে স্টারমারের ফোনালাপের বিস্তারিত তুলে ধরে জানিয়েছে, দুই নেতাই ভবিষ্যতে ইউক্রেইন এবং ইউরোপের নিরাপত্তার জন্য বর্তমান সময়টি গুরুত্বপূর্ণ বলে একমত হয়েছেন।
স্টারমার ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেছেন, “ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেইনের সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখাটা অপরিহার্য।”
স্টারমার আরও বলেছেন, এই বিষয়গুলো নিয়ে আগামী দিনগুলোতে আলোচনা এগিয়ে নেবেন এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকেও এ নিয়ে কথা বলবেন।