ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ইলন মাস্ক ‘নাৎসি স্যালুট’ দিয়েছেন কি না, এমন প্রশ্ন উঠেছে ও পক্ষে-বিপক্ষে সমালোচনা চলছে।
Published : 21 Jan 2025, 01:15 PM
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিষেক উদযাপনকালে শীর্ষ ধনকুবের ইলন মাস্কের হাতের একটি ভঙ্গি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, অনলাইনে অনেকেই এটিকে নাৎসি স্যালুটের সঙ্গে তুলনা করেছেন; আবার কেউ কেউ বলছেন, সম্ভবত মুহূর্তের উদ্দীপনার বশে হাতটি তুলেছিলেন তিনি।
মাস্ক তার হাতের ওই ভঙ্গির এসব সমালোচনাকে ‘বিরক্তিকর আক্রমণ’ অভিহিত করে উড়িয়ে দিয়েছেন।
সোমবার ওয়াশিংটন ডিসির স্পোর্টস ভেন্যু ক্যাপিটাল ওয়ান এরিনায় অভিষেকের অনুষ্ঠান চলাকালে মাস্ক মঞ্চে উঠার পর উপস্থিত জনতা ব্যাপক উল্লাসের মধ্যে দিয়ে তাকে স্বাগত জানান। মাস্ক মুষ্টিবদ্ধ দুই হাত প্রসারিত করে ‘ইয়েস’ বলে চিৎকার করে ওঠেন।
তিনি বলেন, “এটা কোনো সাধারণ জয় নয়। এটি মানব সভ্যতার পথের একটি বাঁক। এটি সত্যিই গুরুত্বপূর্ণ। এটি ঘটানোর জন্য আপনাদের ধন্যবাদ! ধন্যবাদ।”
এরপর মাস্ক নিজের ঠোঁট কামড়ে ধরেন, বুকের বামপাশে ডান হাত রাখেন, আঙ্গুলগুলো মেলে দিয়ে জোরের সঙ্গে ডান হাত কিছুটা কোণ করে উপরে তুলে ধরেন, এ সময় তার হাতের তালু ও আঙ্গুলগুলো নিচের দিকে ছিল। এরপর তিনি ঘুরে পেছনে থাকা জনতার উদ্দেশ্যেও একই ভঙ্গি করেন। তার এই ভঙ্গিটি নিয়েই বিতর্ক দেখা দিয়েছে।
ওই ভঙ্গি শেষে তিনি বলেন, “আমার হৃদয় আপনাদের সঙ্গে আছে। সভ্যতার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আপনাদের ধন্যবাদ।”
কিন্তু তার হাতের ওই ভঙ্গি নিয়ে অনলাইনে দ্রুত বিশ্লেষণ শুরু হয়ে যায়।
ইসরায়েলের সংবাদপত্র জেরুজালেম পোস্ট হেডিং করে, “ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে কি ইলন মাস্ক সিগ হাইল করলেন?”
জার্মান ভাষায় ‘সিগ হাইল’ হলো বিজয়ী স্যালুট। এই স্যালুট মূলত দেশটির নাৎসি পার্টির রাজনৈতিক সমাবেশগুলোতে দেওয়া হতো।
তবে ইহুদি বিদ্বেষ অনুসরণ করা ‘অ্যান্টি-ডিফেমেশন লিগ’ জেরুজালেম পোস্টের সঙ্গে দ্বিমত করেছে।
সোমবার সামাজিক মাধ্যমে এক পোস্টে তারা বলেছে, “দেখে মনে হয়েছে, ইলন মাস্ক উত্তেজনার বশে একটি বেখাপ্পা অঙ্গভঙ্গি করে ফেলেছে, নাৎসি স্যালুট দেয়নি।”
‘অ্যান্টি-ডিফেমেশন লিগ’ মাস্কের ভঙ্গি নিয়ে মানুষের এই ত্বরিৎ প্রতিক্রিয়ার প্রশংসা করেছে।
Elon Musk does what looks like a Hitler salute after talking of victory at Trump inauguration, thanking supporters for assuring "the future of civilisation" pic.twitter.com/xp0kmJ5dFQ
— James Jackson (@derJamesJackson) January 20, 2025
পরে সোমবার রাতে নিজের সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে মাস্ক বলেন, “সত্যি বলতে, তাদের আরও উন্নত নোংরা কৌশল দরকার। ‘হিটলার আক্রমণে’ সবাই খুব ক্লান্ত।”
রয়টার্স জানায়, ট্রাম্পের অভিষেক উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখার কিছুক্ষণ পর মাস্ক তার ভাষণের একটি ভিডিও ক্লিপ এক্স এ শেয়ার করেন। ফক্স নিউজের এই ক্লিপে ক্যামেরার মুখোমুখি করা তার প্রথম ভঙ্গিটি বাদ দেওয়া হয়। এই ক্লিপের উপরে মাস্ক লিখেন, “ভবিষ্যৎ অনেক উত্তেজনাপূর্ণ।”
এই বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের জানানো অনুরোধে ট্রাম্পের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।
বিষয়টি নিয়ে কিছু এক্স ব্যবহারকারী মাস্কের পক্ষে কথা বলেছেন। তাদের দাবি, মাস্ক ‘আমার হৃদয় আপনাদের সঙ্গে আছে’ এমনটি বলে বুঝাতে গিয়ে ওই ভঙ্গিটি করেন। এই ভঙ্গির অন্য অর্থ করে যারা পোস্ট দিয়েছেন, তাদের সমালোচনা করেছেন তারা।
মাস্ক জার্মানির আসছে জাতীয় নির্বাচনে চরম ডানপন্থি আল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলকে খোলাখুলি সমর্থন দিচ্ছেন। জার্মানির নিরাপত্তা সংস্থাগুলো এএফডিকে অভিবাসন ও ইসলামবিরোধী পার্টি হিসেবে চিহ্নিত করেছে। চলতি মাসের প্রথমদিকে মাস্ক তার সামাজিক মাধ্যম এক্স এ এএফডির নেতার একটি সাক্ষাৎকার সম্প্রচার করেন।
আরও পড়ুন:
সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা ট্রাম্পের, আশ্রয় আবেদনের অ্যাপ বন্ধ
প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে ফের সরিয়ে নিলেন ট্রাম্প
ক্যাপিটল হিল: দেড় সহস্রাধিক দাঙ্গাবাজকে ক্ষমা করলেন ট্রাম্প