Published : 29 Mar 2025, 03:11 PM
আরবি রমজান মাসের সমাপ্তি ঘোষণা করতে আসা শাওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষায় মুসলিম বিশ্ব, যে বাঁকা চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে সূচনা হবে ঈদুল ফিতরের।
কবে থেকে রমজান শুরু হবে তা সাধারণত সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষই চাঁদ দেখা সাপেক্ষে ঠিক করে। মুসলিমদের কাছে মহা পবিত্র এ মাসে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় ইসলাম ধর্মাবলম্বীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে। শাওয়ালের চাঁদে যার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
চলতি ১৪৪৬ হিজরি বর্ষের রমজান মাস শেষ হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়েছে শাওয়ালের চাঁদ দেখার প্রস্তুতি।
এদিকে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য-উপাত্ত ও শাওয়ালের চাঁদের অবস্থানের ওপর ভিত্তি করে আগামী সোমবার দেশটিতে ঈদুল ফিতর উদ্যাপনের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে গালফ নিউজ।
জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পর্যবেক্ষণ ও চাঁদ দেখার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জানায়, ২৯ মার্চ শনিবার সিডনি সময় রাত ৯টা ৫৭ মিনিটে, পার্থের সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটের দিকে শাওয়ালের চাঁদের জন্ম হবে।
দুই ক্ষেত্রেই চাঁদের উদয় হবে সূর্যাস্তের পর। যেহেতু নতুন চাঁদ সূর্যাস্তের আগে দেখা যাবে না, তাই শাওয়াল সেদিন থেকে শুরু হতে পারে না।
এই হিসাবে অস্ট্রেলিয়ায় রমজান মাস ৩০ দিনের হবে, শেষ হবে ৩০ মার্চ রোববার।
গালফ নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল যেসব বিষয়ের ওরপর নির্ভর করে রমজানের শেষ ও শাওয়ালের শুরু ঠিক করে, তার মধ্যে আছে- সূর্যাস্তের আগে চাঁদের জন্ম গণনা, সূর্যাস্তের পরে চাঁদ অস্ত যাওয়ার সময়কাল ও চাঁদ দেখা যাওয়া সম্ভাবনা।
বিশ্বের অনেক দেশে এভাবেই ঈদের তারিখ ঠিক হলেও অনেক ইসলামী পণ্ডিত ও ইমামের মধ্যে এ প্রক্রিয়া নিয়ে মতভিন্নতা রয়েছে।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সব মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একসঙ্গে কাজ করতে মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
রমজান মাস শেষ হয়ে আসায় ঈদুল ফিতর আয়োজনে প্রস্তুত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতও। ঈদের দিন সকালে দেশটির কয়েকশ মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি চলছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় মাগরিব নামাজের পর আরব আমিরাতে চাঁদ দেখা কমিটির সদস্যরা একত্রিত হবেন; শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে তারা ঈদ রোববার না সোমবার হবে তা ঘোষণা করবেন।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট ও সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল দেশদুটির মুসলিমদের শনিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখতে চেষ্টা করার আহ্বান জানিয়েছ।
কেউ খালি চোখে বা দূরবীনে চাঁদ দেখতে পেলে নিকটস্থ পরিষদ বা কমিটিকে জানানোর আহ্বান জানিয়েছে তারা।