Published : 07 Oct 2024, 11:39 PM
যুদ্ধের প্রথম বর্ষপূর্তিতেই গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের ওপর আকাশ ও স্থল হামলা জোরদার করেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীরা সোমবার জানিয়েছেন, এ হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছে।
গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ট্যাংক পাঠিয়েছে ইসরায়েল। দেইর আল-বালার হাসপাতাল কম্পাউন্ডে বোমা ফেলা হয়েছে বলে জানিয়েছে অধিবাসীরা।
ইসরায়েল জাবালিয়ার চারপাশ ঘিরে ফেলে ট্যাংক মোতায়েন করে। সেখানে বৃষ্টির মতো রকেট হামলা চালানো কিছুক্ষণ পরই উত্তরের শহর বেইত হানুন ও বেইত লাহিয়ার এলাকাগুলো খালি করার নির্দেশ দেয় ইসরায়েলের সেনাবাহিনী।
অধিবাসীরা বলছে, জাবালিয়ায় আকাশ এবং মাটি থেকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন স্বাস্থ্যকর্মী এবং ফিলিস্তিনি নিহত হয়েছে। উদ্ধারকারীরা কয়েকজনের কাছে পৌঁছতে পারেনি।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা কয়েক ডজন জঙ্গিকে হত্যা করেছে এবং জাবালিয়ায় সামরিক অবকাঠামো ভেঙে দিয়েছে। হামাসকে নতুন করে সংগঠিত হতে বাধা দেওয়ার জন্য অভিযান চলবে বলে ঘোষণাও দিয়েছে ইসরায়েল।
এর মধ্যেই ইসরায়েলের রাজধানী তেল আবিবে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামাস। এতে দুইজন আহত হয়।
এ হামলাই প্রমাণ করে যে, গাজায় দীর্ঘদিনের ইসরায়েলি অভিযানের পরও হামাসের পাল্টা আঘাত করার সক্ষমতা ফুরিয়ে যায়নি। যদিও এক বছরের যুদ্ধ তাদের লড়াইয়ের সক্ষমতা কমিয়ে দিয়েছে।
হামাসের মিত্র ইসলামিক জিহাদ জানিয়েছে, তারা অন্যান্য ইসরায়েলি শহরে রকেট ছুড়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ছোড়া পাঁচটি রকেট ঠেকিয়ে দিয়েছে তারা।
গাজার দেইর আল বালা নগরীতে যেখানে ১০ লাখ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়ে আছে, সেখানকার আল আকসা হাসপাতালের ভেতরের তাঁবুগুলোতে ইসরায়েলের বিমান হামলায় ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থকর্মীরা।
ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ওই হাসপাতালের ভেতরে হামাস জঙ্গিরা কমান্ড সেন্টার পরিচালনা করছে।
দেইর আল বালায় হামলার পর ইসরায়েলের সেনাবাহিনী পরে গাজার খান ইউনিস থেকে মানুষজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়।
গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা করা সহ অনেককে গাজায় ধরে নিয়ে গিয়ে জিম্মি করে হামাস। এরপর থেকেই গাজায় অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। তাদের হামলায় এ পর্যন্ত ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।