এর মধ্য দিয়ে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক অভিযান আরও সম্প্রসারিত হল।
Published : 17 Mar 2025, 06:04 PM
হুতিদের আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, সোমবার যুক্তরাষ্ট্র ফের ইয়েমেনের ওপর বিমান হামলা চালিয়েছে।
এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক অভিযান আরও সম্প্রসারিত হল।
আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর হুতিদের হুমকিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র শনিবার ইয়েমেনে হুতিদের অবস্থানগুলোতে ব্যাপক বিমান হামলা চালানো শুরু করে।
রোববার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলসবাহি জানান, ওই হামলায় অন্তত ৫৩ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু ও দুই নারী রয়েছেন।
সোমবার ইয়েমেনের লোহিত সাগরের বন্দর হোদেইদাহ এবং রাজধানী সানার উত্তরের প্রদেশ আল জাওয়াফে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বিমান বহর, জানিয়েছে আল মাসিরাহ।
হুতিরা ইয়েমেনে একটি সশস্ত্র আন্দোলন পরিচালনা করে আসছে। গত দশকে তারা দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ২০২৩ এর নভেম্বর থেকে গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে তারা ইয়েমেন উপকূলের জলপথগুলোতে ইসরায়েল ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে আক্রমণ করা শুরু করে। এতে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা শুরু হয়।
রোববার হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি বলেছেন, যুক্তরাষ্ট্র যতদিন ইয়েমেনে আক্রমণ চালাবে ততদিন তারাও লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যস্থল করবে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “তারা যদি তাদের আগ্রাসন অব্যাহত রাখে, আমরাও তৎপরতা বৃদ্ধি করবো।”
এর প্রতিক্রিয়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রোববার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ টকশোতে বলেন, ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে জাহাজে হামলা চালানো বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের ওপর আক্রমণ চালিয়ে যাবে।
আরও পড়ুন:
হুতিরা জাহাজে হামলা বন্ধ না করলে আক্রমণ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র