যুক্তরাষ্ট্র ইয়েমেনে প্রাণঘাতী আক্রমণ চালানোর পর হুতিরা ইঙ্গিত দিয়েছে, এর জবাবে তারা হামলা আরও বাড়াতে পারে।
Published : 17 Mar 2025, 10:29 AM
ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে জাহাজে হামলা চালানো বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের ওপর আক্রমণ চালিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
শনিবার যুক্তরাষ্ট্র ইয়েমেনে প্রাণঘাতী আক্রমণ চালানোর পর হুতিরা ইঙ্গিত দিয়েছে, এর জবাবে তারা হামলা আরও বাড়াতে পারে। হুতিদের এমন প্রতিক্রিয়ার পর রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ওই হুঁশিয়ারি দেন।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে মধ্যপ্রাচ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হামলা। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই সামরিক অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।
রোববার হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি বলেছেন, যুক্তরাষ্ট্র যতদিন ইয়েমেনে আক্রমণ চালাবে ততদিন তারাও লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যস্থল করবে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “তারা যদি তাদের আগ্রাসন অব্যাহত রাখে, আমরাও তৎপরতা বৃদ্ধি করবো।”
হুতিদের রাজনৈতিক ব্যুরো মার্কিন হামলাকে ‘যুদ্ধ অপরাধ’ বলে বর্ণনা করেছে। মস্কো হামলা বন্ধ করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র সোমবার সকালে টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে জানান, তারা লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে।
কিন্তু নিজেদের এমন দাবির পক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, রোববার মার্কিন যুদ্ধবিমানগুলো হুতিদের ১১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, এগুলোর কোনোটিই বিমানবাহী রণতরী ট্রুম্যানের কাছাকাছি আসতে পারেনি। এর পাশাপাশি মার্কিন বাহিনী একটি ক্ষেপণাস্ত্রও অনুসরণ করেছে যেটি ইয়েমেন উপকূলে সাগরে এসে আছড়ে পড়ে, কিন্তু সেটিকে কোনো হুমকি বলে গণ্য করা হয়নি।
ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ টকশোতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, “যে মুহূর্তে হুতিরা বলবে আমরা আপনাদের জাহাজে গুলি করা বন্ধ করেছি, আমরা তোমাদের ড্রোনে গুলি চালানো বন্ধ করবো। তখন এই অভিযানও শেষ হবে, কিন্তু তার আগ পর্যন্ত এটি নির্মম হবে।”
ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুতিরা গত সপ্তাহে বলেছিল, গাজায় ত্রাণ প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের বাধা না সরানো হলে তারা লোহিত সাগর দিয়ে যাওয়া ইসরায়েলি জাহাজগুলোতে ফের হামলা শুরু করবে।
হুতিদের প্রধান সমর্থক ইরানকে অবিলম্বে ইয়েমেনি গোষ্ঠীটিকে সমর্থন দেওয়া বন্ধ করতে বলেছেন ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রকে হুমকি দিলে ‘আমেরিকা ইরানকে পুরোপুরি দায়ী বলে ধরে নেবে’ আর বিষয়টি যুক্তরাষ্ট্র ‘ভালোভাবে নেবে না’ বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।