ইউনেস্কার বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা ঐতিহাসিক ট্রান্সফিগারেশন ক্যাথেড্রাল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
Published : 23 Jul 2023, 11:55 PM
ইউক্রেইনের বন্দরনগরী ওদেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত এবং ১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তাছাড়া, ইউনেস্কার বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা ঐতিহাসিক ট্রান্সফিগারেশন ক্যাথেড্রালও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া রোববার ক্যাথেড্রালে এই হামলার দায় চাপিয়েছে ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ওপর।
ওদেসার আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, চার শিশুসহ বিস্ফোরণে আহত ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় ৬ টি আবাসিক ভবনও ধ্বংস হয়।
বিবিসি জানায়, কিইভ ক্যাথেড্রাল ধ্বংস করার অভিযোগ করেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।
ইউক্রেইনে ওদেসার ওই সর্ববৃহৎ অর্থডক্স গির্জা ভবনটি ১৮০৯ সালে তৈরি। ১৯৩৯ সালে সোভিয়েত ইউনিয়ন এটি ভেঙে ফেলে। পরে ২০০৩ সালে আবার গির্জাটি নির্মাণ করা হয়।
ক্যাথেড্রালটির ধর্মগুরু বলেছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্যাথেড্রালের অর্ধেক ছাদই উড়ে গেছে। ভিত ক্ষতিগ্রস্ত হয়েছে। সব জানালা উড়ে গেছে। বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। সবকিছু পুড়ছে।
কৃষ্ণসাগরের বন্দর দিয়ে নিরাপদে ইউক্রেইনের শস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়া গত সোমবার নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পরই ওদেসায় একের পর এক হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ হামলায় ৬০,০০০ টন শস্য ধ্বংস হওয়ার অভিযোগ করেছে ইউক্রেইন।