রিয়াদে সৌদি আরবের জ্যেষ্ঠ নেতারা ছাড়াও কাতার, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও ব্লিনকেনের বৈঠক করার কথা রয়েছে।
Published : 29 Apr 2024, 04:05 PM
গাজা যুদ্ধ অবসানে কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করতে সৌদি আরবে আলোচনায় বসতে চলেছেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ পশ্চিমা আরও কয়েক দেশ এবং আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
সোমবার সৌদি আরবে পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সেখান থেকে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে যাবেন তিনি।
রিয়াদে সৌদি আরবের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ব্লিনকেনের। এছাড়ও কাতার, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। যে বৈঠকে ইসরায়েল-হামাস যুদ্ধ অবসানের পর গাজা ভূখণ্ড কিভাবে পরিচালিত হবে তা নিয়ে বৃহৎ পরিসরে আলোচনা হবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
গাজা পুনর্গঠনের কাজে ইউরোপ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্যও আরব ও ইউরোপের দেশগুলোকে ব্লিনকেন একজোট করার চেষ্টা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
ছয় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত বছর ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১২শ মানুষ নিহত হয়। আরও ২৫৩ জনকে গাজায় জিম্মি করে নিয়ে যাওয়া হয়।
ওই দিন থেকেই গাজায় তীব্র পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
যুদ্ধ শেষ হওয়ার পর গাজা পুনর্গঠন এবং পরিচালনা কেমন হবে তা নিয়ে আলোচনা কয়েকমাস ধরে চলছে এবং তা আরো বেশ কয়েকমাস ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এখন পর্যন্ত এ বিষয়ে সুষ্পষ্ট কোনো ব্যবস্থা সামনে আসেনি।
ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নির্মূল করতে চায়। যুক্তরাষ্ট্রও ইসরায়েলের এ উদ্দেশের সাথে একমত এবং ওয়াশিংটনও মনে করে, হামাসকে নির্মূল করা দরকার। যাতে তারা গাজার ভবিষ্যতে আর কোনো প্রভাব বিস্তার করতে না পারে। কিন্তু সেই সঙ্গে ওয়াশিংটন এটাও চায়, ইসরায়েল যেন গাজা দখল না করে।
বরং আরব দেশগুলোর সমর্থনে এমন একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠন করতে চায় যারা গাজা পরিচালনা করবে।
সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়েও ব্লিলকেন আলোচনা করবেন বলে জানা গেছে।