Published : 26 Jan 2025, 10:37 AM
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে ২০০০ পাউন্ড বোমা দেওয়ার বিষয়টি আটকে রাখলেও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তা ছেড়ে দেওয়ার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন।
শনিবার ট্রাম্প নিজেই এমনটি জানিয়েছেন। তিনি এমন পদক্ষেপ নেবেন, এটি ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল বলে জানিয়েছে রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমরা সেগুলোকে ছেড়ে দিয়েছি। আমরা সেগুলোকে আজই ছেড়েছি। তারা সেগুলো পেয়ে যাবে। তারা এগুলোর জন্য অর্থ দিয়েছে আর দীর্ঘদিন ধরে সেগুলো পাওয়ার জন্য অপেক্ষা করে আছে।”
গাজা যুদ্ধ চলাকালে বাইডেন এ সরবরাহ আটকে রেখেছিলেন। বেসামরিক জনগণের ওপর এসব বোমার সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি, বিশেষ করে গাজার রাফা শহরে।
শক্তিশালী এ বোমাগুলো সরবরাহের অনুমতি কেন দিলেন, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “কারণ তারা সেগুলো কিনেছে।”
এর আগে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল এ বলেন, “অনেক জিনিসের ক্রয়াদেশ দিয়ে ইসরায়েল সেগুলোর মূল্য পরিশোধ করেছে, কিন্তু বাইডেন সেগুলো পাঠাননি, এখন সেগুলো তাদের পথে আছে!”
ট্রাম্প ও বাইডেন, উভয়ের যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের প্রবল সমর্থক। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলের কথা বলে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে সৃষ্ট মানবিক সঙ্কট নিয়ে মানবাধিকার গোষ্ঠীগুলো ওয়াশিংটনের সমালোচনা করলেও বাইডেন প্রশাসন তাতে বিচলিত হয়নি। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রতিবাদকারীরা দাবি জানালেও তাদের প্রচেষ্টা সফল হয়নি।
গাজায় ১৫ মাস ধরে হামলা চালিয়ে ইসরায়েল ৪৭ হাজার ফিলিস্তিনিকে হত্যা করলেও ওয়াশিংটন বলছে, তারা ইরান সমর্থিত গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের মতো ‘জঙ্গি গোষ্ঠীগুলো’ থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য সাহায্য করছে।