রোমানিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত গালাচি কাউন্টিতে চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং প্রায় পাঁচ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
Published : 14 Sep 2024, 09:29 PM
রোমানিয়ার পূর্বাঞ্চলে বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনিবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
কয়েক দিনের তুমুল বৃষ্টিপাতের পর নদীর পানি বাড়তে থাকায় ইউরোপের মধ্যাঞ্চলের অধিকাংশ ও পূর্বাঞ্চলের কর্তৃপক্ষগুলো সতর্ক অবস্থানে থাকার মধ্যেই এ ঘটনা ঘটল।
আগামী কয়েকদিন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি, জার্মানির দক্ষিণাঞ্চল ও অস্ট্রিয়ার কিছু অংশে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
রয়টার্স জানায়, নদীগুলোর পানি বেড়ে বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ার পর চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ড সীমান্ত বরাবর বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
২০০২ সালের বিপর্যয়কর বন্যার পর এবার ঝুঁকি নিতে চাইছে না চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ। তারা বন্যা প্রতিরোধ ব্যবস্থা সচল করেছে।
রোমানিয়ার দুর্যোগ মোকাবিলা ইউনিট জানিয়েছে, আটটি কাউন্টি বন্যা কবলিত হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গালাচি কাউন্টিতে চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং প্রায় পাঁচ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই এলাকা থেকে ধারণ করা ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে, ঘোলা পানি, কাদা ও আবর্জনায় রাস্তাগুলো তলিয়ে আছে আর উদ্ধারকারীরা স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। কর্তৃপক্ষ তল্লাশি ও উদ্ধারকাজ চালাতে ব্ল্যাক হক হেলিকপ্টার মোতায়েন করেছে।