ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তার সরকার ভারতের সঙ্গে তাদের অর্থনৈতিক অংশীদারিত্ব ত্বরান্বিত করবে এবং এই সহযোগিতাকে দীর্ঘমেয়াদে অগ্রাধিকার দেবে।
Published : 25 Jan 2025, 08:23 PM
ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সংস্কৃতি, স্বাস্থ্য, সমুদ্র সম্পর্কিত, নিরাপত্তা ও ডিজিটাল খাতসহ বিভিন্ন বিষয়ে অনেকগুলো সমঝোতা চুক্তি হয়েছে।
ভারতের প্রজাতন্ত্র দিবসের একদিন আগে শনিবার রাজধানী নয়া দিল্লিতে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রেসিডেন্ট প্রাবোও বলেছেন, তার সরকার ভারতের সঙ্গে তাদের অর্থনৈতিক অংশীদারিত্ব ত্বরান্বিত করবে এবং এই সহযোগিতাকে দীর্ঘমেয়াদে অগ্রাধিকার দেবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে প্রাবোও বলেন, “আমরা অভিন্ন স্বার্থের অনেকগুলো গুরুত্বপূর্ণ খাত নিয়ে আলোচনা করেছি। আমরা এসব খাতে সহযোগিতার মাত্রা তরান্বিত করতে চাই।”
ব্রিকসের (বিআরআইসিএস) সদস্য হতে পুরো প্রক্রিয়াজুড়ে ইন্দোনেশিয়াকে সমর্থন দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানাব প্রাবোও। উদীয়মান বাজার অর্থনীতির এই ব্লক ‘বৈশ্বিক স্থিতিশীলতা ও আঞ্চলিক সহযোগিতার জন্য উপকারী হবে’ বলে মন্তব্য করেন তিনি।
প্রাবোওর এসব মন্তব্যের আগে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই দুই দেশ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে এক সঙ্গে কাজ করবে এবং সরবরাহ চেইন উন্নত করবে।
“আমরা সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও মৌলবাদের মতো বিষয়গুলো নিয়েও সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছি,” বলেছেন তিনি।