হুতিদের এক মুখপাত্র জানান, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের জাফা এলাকায় একটি ‘সামরিক লক্ষ্যস্থলে’ আঘাত হেনেছে।
Published : 21 Dec 2024, 04:11 PM
ইয়েমেন থেকে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হেনেছে আর এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় ভোররাতে ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের দক্ষিণাঞ্চলীয় জাফা এলাকার একটি পার্কে আঘাত হানে।
চিকিৎসা কর্মীদের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, বিস্ফোরণের ধাক্কায় ভেঙে পড়া কাঁচের আঘাতে ১৬ জন আহত হয়েছেন, তাদের মধ্যে তিন বছর বয়সী একটি শিশু রয়েছে। তাড়াহুড়া করে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় আরও ১৪ জন আহত হয়েছেন।
সামাজিক মাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, যে পার্কে ক্ষেপণাস্ত্রটি পড়েছে সেখানে একটি গর্ত তৈরি হয়েছে।
স্থানীয় সময় ভোররাত ৩টা ৪৪ মিনিটে হঠাৎ করে ইসরায়েলের পুরো মধ্যাঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে সাইরেন বেজে ওঠে, এতে লাখ লাখ ইসরায়েলি ঘুম থেকে উঠে আশ্রয়কেন্দ্রের উদ্দেশে ছুটতে শুরু করেন।
টাইমস অব ইসরায়েল লিখেছে, মাত্র কয়েকদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার রাতের বেলা হুতিদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাধ্যাঞ্চলকে সচকিত করে তুললো।
রয়টাসের খবরে বলা হয়েছে, ইরানের মিত্র হুতিদের এক মুখপাত্র জানান, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের জাফা এলাকায় একটি ‘সামরিক লক্ষ্যস্থলে’ আঘাত হেনেছে।
তেল আবিবের অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের শ্রার্পনেলের আঘাত ক্ষতবিক্ষত ১৪ জনকে চিকিৎসা দিয়েছে তারা, আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত হেনেছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে। তারা বলেছে, তারা ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। কী ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
ইসরায়েলের পুলিশ জানিয়েছে, তেল আবিব এলাকায় এক শহরে একটি ক্ষেপণাস্ত্র পড়েছে বলে খবর পাচ্ছে তারা।
সামাজিক মাধ্যমে আসা বিভিন্ন ভিডিওতে ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করার ব্যর্থ প্রচেষ্টা ও সেটির আঘাতে হওয়া ক্ষয়ক্ষতি দেখা গেছে।
একটি ভিডিওতে তেল আবিবের যে পার্কে ক্ষেপণাস্ত্রটি পড়েছে সেখানে হওয়া ক্ষয়ক্ষতি দেখা গেছে। অন্য ভিডিওগুলোতে বিস্ফোরণের ধাক্কায় আশপাশের অ্যাপার্টমেন্টগুলোর উড়ে যাওয়া জানালা ও ভেঙে পড়া অন্যান্য আবর্জনা দেখা গেছে।
বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের হুতিরা। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী এই ক্ষেপণাস্ত্রটিকে দেশটির আকাশসীমার বাইরেই আংশিকভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছিল। কিন্তু ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেড আকাশে বিস্ফোরিত হয়নি, সেটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করে রামাত গান এলাকার একটি স্কুল ভবনের ওপর গিয়ে পড়ে। তাতে স্কুল ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও ওই সময় সেখানে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণেই মধ্যেই ইয়েমেনের রাজধানী সানা ও বন্দর শহর হোদেইদাহসহ হুতিদের বেশ কয়েকটি লক্ষ্যস্থলে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী।
এর দুই দিন পর হুতিরা ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো। এর আগে গত সপ্তাহের সোমবার ইসরায়েলে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তারা। বৃহস্পতিবার তেল আবিবের উপকূলে হুতিদের পাঠানো একটি ড্রোনও বাধা দিয়ে ধ্বংস করে ইসরায়েলি বাহিনী।
গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা হুতিরা ইসরায়েল লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে।
ראשוני: שריפה פרצה בתל אביב כנראה בעקבות הירי מתימן | לכל העדכונים >>> https://t.co/s35YXgWTOI@AnnaPines_ @hadasgrinberg pic.twitter.com/8HnzAAcS9K
— כאן חדשות (@kann_news) December 21, 2024
আরও পড়ুন:
ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৯
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের বিভিন্ন অংশে বিমান হামলা